এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৭ এপ্রিল : ফের আক্রান্ত হল মুর্শিদাবাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন । এবারেও ঘটনাস্থল সেই বেলডাঙ্গা । আজ বুধবার মুর্শিদাবাদের বেলডাঙ্গা-২ ব্লকের শক্তিপুর রামনবমীর শোভাযাত্রায় আশপাশের বাড়ির ছসদ থেকে দেদার পাথরবাজি করা হয় বলে অভিযোগ । ছোড়া হয় বোমাও । এই ঘটনায় বেলডাঙ্গা থানার পুলিশের ভূমিকাকে ফের প্রশ্নচিহ্নের মুখে ফেলেছে । বিজেপির সর্বভারতীয় আইটি সেল ইনচার্জ অমিত মালব্যের এক্স হ্যান্ডেলে শেয়ার করা একটা ভিডিওতে দেখা গেছে যে পুলিশের সামনে একটি নির্মীয়মান বাড়ির ছাদ থেকে দেদার ইঁটপাটকেল ছুড়ছে কয়েকজন । সেই সময় একটা বোমাও ছোড়া হয় ৷ যদিও বোমাটি বাড়ির কার্নিসে বিস্ফোরিত হয় । সেই দৃশ্য নিজের মোবাইল ক্যামেরায় ভিডিও রেকর্ড করছিলেন জনৈক এক রামভক্ত । এদিকে তাকে ভিডিও রেকর্ডিং করতে দেখে এক পুলিশকর্মীকে তার কাছে দৌড়ে এসে বলতে শোনা যায়, ‘বো#*দা,ভিডিও করা হচ্ছে ! মেরে ফাটিয়ে দেবো একদম ।’ একথা বলে তার মোবাইল ক্যামেরা বন্ধ করতে বাধ্য করে ওই পুলিশকর্মী ।’
ভিডিও পোস্টের সাথে অমিত মালব্য লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কলঙ্ক। তিনি আবারও রামনবমী শোভাযাত্রা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন । মুর্শিদাবাদের রেজিনগরে হিন্দু ভক্তদের নিশানা করা হয়েছে । এই এলাকায় হিন্দুরা সংখ্যালঘু। শুধু এটি নির্দেশ করে, যাতে তিনি নিজেদের উপর হামলার জন্য হিন্দুদের দায়ী না করেন..।’
একই স্থানের অন্য একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বেলডাঙ্গা থানার পুলিশের বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর অভিযোগ তুলে বলেছেন যে হিন্দু পূণ্যার্থীদের উপর হামলায় হামলাকারীদের সঙ্গে পুলিশও যোগ দিয়েছিল। শুভেন্দু অধিকারী লিখেছেন,’গত বছরে মমতা পুলিশের অপদার্থতার কারনে ডালখোলা, রিষড়া ও শ্রীরামপুরে শ্রীরাম নবমী মিছিলে হামলার শিকার হয়েছিল পূণ্যার্থীরা । এ বছরও মমতা পুলিশ রামভক্তদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। শান্তিপূর্ণ রাম নবমী মিছিল, যা প্রশাসনের সমস্ত যথাযথ অনুমতি ছিল,মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা-২ ব্লকের শক্তিপুরে দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হয়েছে ।’ এরপর তিনি বেলডাঙ্গা থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন,’আশ্চর্যের বিষয়, এইবার, মমতা পুলিশ এই ভয়ঙ্কর হামলায় দুর্বৃত্তদের সাথে যোগ দেয় এবং মিছিলটি যাতে হঠাৎ করে শেষ হয় তা নিশ্চিত করতে রাম ভক্তদের ছত্রভঙ্গ করার জন্য তাদের উপর টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। শুধু তাই নয়, মমতা পুলিশ দুর্বৃত্তদের ভাঙচুর থেকে আটকাতে পারেনি এবং মানিক্যহার মোড়ে সনাতনী সম্প্রদায়ের দোকান লুট হয়ে গেছে ।’।