এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২১ জুলাই : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া-১ ব্লকের মোস্তাপুর গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনের অনুমতি ছাড়াই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কের কাজ করার অভিযোগ উঠল । বুধবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় গ্রামে । শেষে প্রশাসন থেকে ওই কাজ বন্ধ করে দেওয়া হয় । প্রশাসনের অনুমতি নিয়ে তবেই ওই গ্রামে রেশনকার্ডের সঙ্গে আধার লিঙ্কের কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে ।
মোস্তাপুর গ্রামের বাসিন্দা অর্ধেন্দু ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনের অনুমতি ছাড়াই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কের কাজ করার অভিযোগটি ওঠে । স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘরে বসে এই কাজ করছিলেন । রেশন কার্ডে আধার নম্বর লিঙ্ক করাতে তখন বেশ কিছু লোকজনকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় । কিন্তু কিছুক্ষন পরে বেশ কয়েকজন গ্রামবাসী এনিয়ে সন্দেহ প্রকাশ করে ওই ব্যক্তির কাছে প্রশাসনের অনুমতিপত্র দেখতে চান । কিন্তু তিনি প্রশাসনিক অনুমতিপত্র দেখাতে পারেননি । তারপরেই ওই ব্যক্তিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন গ্রামবাসীরা ।
জানা গেছে,গ্রামবাসীদের মধ্য থেকে কেউ কাটোয়া-১ বিডিও আসিফ ইকবালকে ফোনে বিষয়টি জানান । এরপর বিডিওর নির্দেশে খাদ্য পরিদর্শকের অফিস থেকে লোকজন গিয়ে ওই কাজ বন্ধ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।।