এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৬ এপ্রিল : মুর্শিদাবাদ থেকে এসে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের বাসিন্দা এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়ে প্রাণে মারার চেষ্টা করল দুষ্কৃতী দল । বরাতজোরে প্রাণে বেঁচে গেছেন নসিয়ত শেখ নামে ব্যক্তি । কেতুগ্রাম থানার কেঁওগুড়ি গ্রামের বাসিন্দা নসিয়ত বর্তমানে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । জমি সংক্রান্ত বিষয় নিয়ে পুরানো বিবাদের জেরেই তাকে প্রাণে মারার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে জখম ব্যক্তি । নসিয়ত শেখ এই ঘটনায় মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণ এলাকার বাসিন্দা মোসের শেখ, সুকুর শেখ,জাহিরুল শেখ, ইসমাইল শেখ সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলছেন।
জানা গেছে,মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণ এলাকায় বাড়ি পেশায় জনমজুর নসিয়ত শেখের । কেতুগ্রামের কেঁওগুড়ি গ্রামে তার শ্বশুরবাড়ি। বছর ২৫ আগে কেঁওগুড়ি গ্রামের মেয়ে সরিফা বিবির বিয়ে হয় । বিয়ের পরেই শ্বশুরবাড়ি চলে আসে নসিয়ত । তার চার মেয়ে এক ছেলে। মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। নসিয়তের কথায়, শুক্রবার রাত প্রায় আটটা নাগাদ মোসের শেখ আমাকে রাতে ফোন করে কেঁওগুড়ি বাসস্ট্যান্ডের কাছে আসতে বলে । জমিজমা সংক্রান্ত বিষয়ে কথা বলবে বলে জানায় । আমি মোসেরর কথা শুনে সাইকেলে চড়ে কেঁওগুড়ি মোড়ে যাই। যখন মোসেরের সঙ্গে কথাবার্তা চলছে তখন একটি চারচাকা গাড়ি ও চারটি বাইকে চড়ে পাঁচ ছয়জন এসে আমাকে ঘিরে ধরে। আমার পরিচিত একজন আগ্নেয়াস্ত্র বের করে বুক লক্ষ্য করে তাক করে গুলি চালায় । আমি তার হাতটা চেপে ধরতেই গুলি ছিটকে আমার হাতে লাগে। এরপর আমি ছুটে পালানোর চেষ্টা করি। তখন আবারও কয়েক রাউন্ড গুলি চালায়। তবে সেগুলি লক্ষ্যভ্রষ্ট হয়।’জমি সংক্রান্ত পুরানো বিবাদের জেরে সুকুর শেখরা তাকে খুন করার চেষ্টা করে বলে দাবি তার । স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । তবে পুলিশের দাবি গুলি নয়, মদের কাঁচের বোতল ভাঙা দিয়ে হামলা চালানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।
Allegations of a gang of miscreants coming from Murshidabad and attempting to shoot and kill a man from Ketugram

