এইদিন ওয়েব ডেস্ক,আউশগ্রাম,১৯ নভেম্বর : গ্রামের ভিতরের রাস্তা দিয়ে দ্রুতগতিতে ট্রাক্টর চালিয়ে নিয়ে যাচ্ছিল এক যুবক । কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে এই আশঙ্কায় ট্রাক্টরটি আস্তে চালানোর জন্য বলেছিলেন গ্রামের এক কৃষক । এই অপরাধে ওই কৃষকের প্রায় তিনবিঘা সদ্য বোনা আলু জমিতে ট্রাটটর চালিয়ে তছনছ করে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার উক্তা অঞ্চলের কল্যানপুর গ্রামে । ক্ষতিগ্রস্থ কৃষক কৃষ্ণগোপাল ঘোষ ক্ষতিপূরণের দাবিসহ পুলিসের কাছে অভিযোগ এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে । এ ব্যাপারে জানতে অভিযুক্ত আজাহারউদ্দিন শেখের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় মতামত জানা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে কল্যাণপুর গ্রামের একটি বারোয়ারি কালী প্রতিমাকে বিসর্জনের জন্য পুকুরের ঘাটে নিয়ে যাওয়া হচ্ছিল । সেসময় ওই রাস্তা দিয়ে ট্রাক্টর চালিয়ে নিয়ে যাচ্ছিলেন পাশের বটগ্রামের যুবক আজাহারউদ্দিন শেখ । কৃষ্ণগোপালবাবু জানিয়েছেন,ট্রাক্টরটি অস্বাভাবিক গতিতে চালানো হচ্ছিল । দুর্ঘটনা ঘটে যেতে পারে এই আশঙ্কায় তিনি আজাহারকে ট্রাক্টরটি আস্তে চালানোর জন্য বলেন । তখন সে ট্রাক্টরটি দাঁড় করিয়ে তর্কাতর্কি শুরু করে দেয় । গালিগালাজ দেয় । শেষে চলে যাওয়ার আগে হুমকি দিয়ে যায় ।
কৃষ্ণগোপালবাবু বলেন, “এরপর এদিন সকালে মাঠে গিয়ে দেখি আমার প্রায় তিন বিঘা আলু জমিতে ট্রাক্টরের রোটার ফাল চালিয়ে চষে দেওয়া হয়েছে । এর ফলে আমার প্রচুর টাকা ক্ষতি হয়ে গেছে । আমার দাবি এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তির কাছ থেকে ক্ষতিপুরনের ব্যাবস্থা করুক পুলিশ।’
এদিন আউশগ্রাম থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেন কৃষ্ণগোপালবাবু । অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।