এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২১ আগস্ট : রাতের অন্ধকারে এক ভাগচাষির জমির ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিদের বিরুদ্ধে । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পাত্রসারের থানার ডাঙ্গাপাড়া গ্রামে । ক্ষতিগ্রস্ত চাষির নাম অসীম বালা । তাঁর দাবি, দেড় লক্ষাধিক টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে । যদিও শনিবার দুপুর পর্যন্ত এনিয়ে থানায় কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে, ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা পেশায় কৃষক অসীম বালাদের নিজস্ব কোনও জমিজমা নেই । অন্যের জমি ভাগে নিয়ে চাষ করেন । সেই উপার্জনেই কোনও রকমে তাঁদের সংসার চলে । এবারে স্থানীয় এক গ্রামবাসীর কাছ থেকে দেড় বিঘা জমি ভাগে নিয়েছিলেন । ওই জমিতে ফুল কপি ও বাঁধা কপি লাগিয়েছিলেন অসীমবাবু । দূর্গাপূজোর মরশুমে কপি ওঠার কথা ।
অসীম বালা জানান, এদিন সকালে জমিতে গিয়ে দেখেন গোটা জমির কপি গাছের চারা দুষ্কৃতিরা নষ্ট করে দিয়ে পালিয়েছে । তিনি বলেন, ‘চাষ করতে গিয়ে বাজারে অনেক ধারদেনা হয়ে গেছে । এছাড়া জমি মালিককে লিজের টাকা দিতে হবে । এখন সব ধারদেনা শোধ করে কিভাবে সারা বছর সংসার চালাবো জানি না ৷’ স্থানীয় গ্রামবাসীদের দাবি,ওই দরিদ্র পরিবারটিকে সরকারিভাবে সাহায্যের ব্যাবস্থা করুক প্রশাসন ।।