আমিরুল ইসলাম,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ অক্টোবর : রাতের অন্ধকারে দুই ভাগচাষীর লঙ্কা জমি নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কাপশোড় গ্রামে । বৃহস্পতিবার এনিয়ে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্বাস আলী শেখ ও মুনারুল ইসলাম নামে ওই দুই ভাগচাষী । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।
জানা গেছে,বামুনারা অঞ্চলের কাপশোড় গ্রামের বাসিন্দা আব্বাস আলী শেখ ও মুনারুল ইসলাম মূলত চাষলবাস করে সংসার চালান । নিজেদের অল্পসল্প জমিজমা আছে । এছাড়া তাঁরা ভাগে জমি নিয়ে ধান ও বিভিন্ন শব্জির চাষও করেন । গ্রামের কদমতলা পুকুরের ৮ কাঠা পাড় ভাগে নিয়ে লঙ্কা চাষ করেছিলেন ।
আব্বাস আলী শেখ ও মুনারুল ইসলামরা বলেন, ‘গাছগুলি বড় হয়ে গিয়েছিল । ফুল আসছিল । কিন্তু এদিন সকালে জমিতে গিয়ে দেখি সমস্ত লঙ্কা গাছগুলি কেউ বা কারা উপড়ে ফেলে দিয়েছে । লঙ্কা চাষ করতে গিয়ে বহু টাকা ধারদেনা করেছি । এখন ওই টাকা শোধ করে কি করে সংসার চালাবো জানি না ।’ তাঁরা জানিয়েছেন,থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত প্রধানকেও জানিয়েছেন । সরকারিভাবে ক্ষতিপূরণের ব্যাবস্থা করার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ দুই কৃষক ।।