এইদিন ওয়েবডেস্ক,দিনহাটা(কোচবিহার),০২ জুলাই : পোল্ট্রি মাংসের সাথে গোমাংস মিশিয়ে বিক্রির অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা । সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, ঘটনাটি ঘটেছে দিনহাটা চওড়াবাজার এলাকায় । গত ৩০ জুন পোস্ট করা ভিডিওতে সাদা জামা পরা প্রতিবাদী ব্যক্তিকে এক পুলিশ কর্মীর সামনে এনিয়ে উত্তপ্ত ভাবে কথা বলতে শোনা গেছে । ওই পুলিশকর্মীকে তাঁর বক্তব্য নিজের মোবাইল ক্যামেরায় রেকর্ডও করতে দেখা যায় । ভিডিও পোস্ট করার দিনেই সাদা জামা পরিহিত প্রতিবাদী ব্যক্তির রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ দিনহাটার খট্টিমারি সংলগ্ন এলাকায় উদ্ধার হলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পোল্ট্রি মাংসের সাথে ইচ্ছা করে গোমাংস মেশানো হয়েছিল । আর তার প্রতিবাদ করাতেই ওই ব্যক্তিকে খুন হতে হয়েছে । পঞ্চায়েত নির্বাচনের আবহে এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায় । মাংস বিক্রির ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতারও করেছে বলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দাবি করা হয়েছে ।
প্রসঙ্গত,পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই উত্তপ্ত কোচবিহারের দিনহাটা এলাকা । একাধিক রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের ওই জেলায় । মৃত্যু হয়েছে কয়েকজনের । রাজনৈতিক হিংসায় বলি মানুষদের বাড়ি গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । রাজ্যপাল জেলা সফরের মাঝেই ফের হিংসার ঘটনা ঘটেছে দিনহাটায় । শনিবার রাতে দিনহাটার গিতালদহের বাসিন্দা তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী খলিল হকের ছেলে রাজু হককে অপহরণের অভিযোগ উঠেছে । এনিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে । আহত হয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি মাফুজার রহমান সহ মোট ৬ জন । খবর পেয়ে পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । আজ রবিবার সকালে মাফুজার রহমানকে দেখতে কোচবিহারের বেসরকারি হাসপাতালে যান রাজ্যপাল ।।