এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২২ ফেব্রুয়ারী : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সভায় যোগ দেওয়ার জন্য ডেকে এনে পচা বিরিয়ানি দেওয়ার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের শিলিগুড়িতে । মিডিয়া রিপোর্টে জানা গেছে,মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শহরের স্কুলগুলির ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হয়েছিল । প্রতিটি স্কুল থেকে ১৫০ জন করে পড়ুয়া মিলে প্রায় ১০০০ শিক্ষার্থীকে শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে এসে জড়ো হয়েছিল । রাজ্যে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফ থেকে তাদের দুপুরে বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছিল ।
। কিন্তু পড়ুয়ারা বিরিয়ানির প্যাকেট খুলতেই ছড়িয়ে পড়ে পচা গন্ধ। কয়েকজন ছাত্র শিক্ষকদের বিষয়টি জানান। শিক্ষকরা পরীক্ষা করে সকলকে ওই বিরিয়ানি খেতে নিষেধ করেন । এরপর বিরিয়ানি বিতরণ বন্ধ করে দেওয়া হয়। যে ছাত্ররা বিরিয়ানির প্যাকেট পেয়েছিলেন তারা তা ডাস্টবিনে ফেলে দেন। শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে প্রধান শিক্ষক উৎপল দত্ত সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন,বিরিয়ানি খেয়ে অসুস্থ হওয়ার কোনো খবর নেই । পরে পড়ুয়াদের অন্য খাবার দেওয়া হয়েছিল । এনিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে । অনেক শিক্ষক পড়ুয়াদের নিয়ে চলে যান বলে জানা গেছে । এই ঘটনায় শিলিগুড়ি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ।।