এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান)১৫ মে : যক্ষা রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া হাসপাতালের বিরুদ্ধে । হাসপাতাল থেকে দুই রোগিনীকে রিফাম্পিসিন ৭৫ এমজি এবং আইসোনিয়াজিড ৫০ এমজি (Rifampicin 75 mg and Isoniazid 50) গ্রুপের যে ওষুধ দেওয়া হয়েছিল তার ১০ মাস আগেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে । বিষয়টি নজরে পড়ার পর রোগিনীরা হাসপাতালে এসে অভিযোগ জানান । এদিকে এই ঘটনা নিয়ে বিতর্কের সৃষ্টি হতে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে দায় সেরেছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মী অরূপ রায় । তার যুক্তি, দীর্ঘদিন ধরে ওই হাসপাতালে যক্ষা রোগের ওষুধ সরবরাহ নেই । দুই রোগিনীকে ভুলবশত মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়ে দেওয়া হয়েছিল । এটা অনিচ্ছাকৃত ভুল ।’ কিন্তু ওষুধের মেয়াদের তারিখ না দেখে কেন রোগীদের ওষুধ সরবরাহ করা হলো ? তা নিয়ে প্রশ্ন উঠছে । কাটোয়া হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন ।
জানা গেছে, দুই রোগিনীর বাড়ি কাটোয়া শহরের ১৯ নম্বর ওয়ার্ড এলাকায় । তারা সম্পর্কে মা ও মেয়ে । তারা দুজনেই দীর্ঘদিন ধরে যক্ষারোগে আক্রান্ত । আর কাটোয়া হাসপাতাল থেকেই তারা ওষুধ পান । হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাই বাড়িতে গিয়ে ওষুধ পৌঁছে দেয় । কিন্তু বেশ কিছুদিন ধরে হাসপাতাল থেকে তাদের ওষুধ সরবরাহ করা হচ্ছিল না। কয়েকদিন ধরেই তারা হাসপাতালে ওষুধ নিতে গিয়ে ঘুরে আসেন । আজ বুধবার ফের তারা সংশ্লিষ্ট বিভাগের কর্মীর সঙ্গে দেখা করে ওষুধ দেওয়ার জন্য আবেদন জানান ।তখন হাসপাতাল থেকে তাদের যক্ষা রোগের ওষুধ দেওয়া হয় ।
যক্ষা রোগে আক্রান্ত এক মহিলা বলেন, বাড়িতে এসে ওষুধ খাওয়ার সময় দেখতে পাই ম্যানুফ্যাকচারিং ডেট রয়েছে ৮/২০২১ এবং এক্সপায়ারি ডেট রয়েছে ৭/২০২৩ । অর্থাৎ ১০ মাস আগে ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে । এই দেখে আমরা ওষুধ খাইনি । সঙ্গে সঙ্গে ওষুধ নিয়ে আমরা হাসপাতালে যাই ।’ জানা গেছে, যক্ষা আক্রান্ত মা ও মেয়ে বিভাগের কর্মীদের সামনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন । এই দেখে রোগীদের কাছ থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলি ফেরত নিয়ে তাদের দুটো বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এদিকে হাসপাতালে মেয়াদোত্তর জন্য ওষুধ দেওয়ার কথা চাওড় হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।।