এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,০৯ জুন : মদ্যপ অবস্থায় গনধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন ১৯ বছর বয়সী এক প্যারামেডিক্যাল ছাত্রী । অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই তরুনীর বয়ফ্রেন্ড ও বয়ফ্রেন্ডের এক বন্ধুর বিরুদ্ধে গনধর্ষণের অভিযোগে এফআইআরও রজু করে । এমনকি তরুনীর ডাক্তারি পরীক্ষা পর্যন্ত করা হয় । কিন্তু নেশা কাটতেই অভিযোগ প্রত্যাহারের জন্য পুলিশের কাছে ইচ্ছা প্রকাশ করে তরুনী । কিন্তু পুলিশ জানিয়ে দেয় আইনত এফআইআর প্রত্যাহার সম্ভব নয় । শেষ পর্যন্ত দুই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে । ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুর গিরিনগরে । ধৃতদের মধ্যে তরুনীর বয়ফ্রেন্ড পুরুষোত্তম (২২) ডেলিভারি এজেন্ট হিসাবে কাজ করেন এবং পুরুষোত্তমের বন্ধু চেতন (২৩) একটি ব্যাঙ্কে বিক্রয় প্রতিনিধি হিসাবে কাজ করেন । তবে তরুনী নিজেই মদ্যপান করেছিলেন নাকি তাকে করানো হয়েছিল তা স্পষ্ট নয় ।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে,তরুনীর বাড়ি কর্ণাটকের তুমকুর জেলায় । গত মঙ্গলবার পুরুষোত্তমের সঙ্গে দেখা করতে শহরে এসেছিলেন নির্যাতিতা । দুজনেই গিরিনগরের ইরান্না গুড্ডে চেতনের বাড়ি গিয়েছিলেন । প্রতিবেশীরা ঘর থেকে নির্যাতিতার চিৎকার শুনে পুলিশকে খবর দেয় । পরে পুলিশ গিয়ে তরুনীকে গিরিনগর থানায় নিয়ে যায় । চেতন পুলিশকে জানায় যে ঘটনার সময় সে ঘরে ছিল না । কিন্তু তার ঘরে ধর্ষণের ঘটনা ঘটায় পুলিশ তাকে আটক করে ।ঘরে মদের বোতলও খুঁজে পায় পুলিশ । এদিকে পুরুষোত্তম দাবি করেছে,যে এটি সম্মতিপূর্ণ যৌনতা । তবে তরুণী নিজের ইচ্ছায় নাকি প্রেমিকের ডাকে শহরে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ । ধৃত দুই অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় ।।

