এইদিন ওয়েবডেস্ক,রংপুর(বাংলাদেশ),১৩ জুলাই : ঈদের দিনে হিন্দু প্রতিবন্ধী ব্যক্তিকে কর্মস্থলে ডেকে এনে জোর করে গো-মাংস খাওয়ানোর অভিযোগ উঠল দুই মুসলিম সহকর্মীর বিরুদ্ধে । এমনই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে বাংলাদেশের রংপুর জেলার তারাগঞ্জ থানা এলাকা থেকে । এমনকি বিষয়টি কোথাও প্রকাশ করলে গরম বয়লারে ফেলে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলারও হুঁশিয়ারি দেয় তারা । ঘটনার পর গোবিন্দ চন্দ্র বর্মন নামে ওই প্রতিবন্ধী ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাঁর চিকিৎসা করানো হয় । পরে তাঁর স্ত্রী মমতারাণী রায় এনিয়ে আব্দুর রহিম (৩০) ও মোহম্মদ লেবু(৪০) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে তারাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মমতাদেবী তাঁর অভিযোগে জানিয়েছেন, তাঁর স্বামী গোবিন্দ চন্দ্র বর্মন বিগত প্রায় ৪ বছর ধরে স্থানীয় একটি মুড়ির মিলে কাজ করে আসছেন । গত রবিবার (১০ জুলাই ২০২২) বিকেল প্রায় ৫ টা নাগাদ ওই মিলের কর্মী আব্দুল রহিম ফোন করে তাঁর স্বামীকে মিলে যেতে বলে । তাঁর স্বামী মিলে গেলে আব্দুর রহিম একটি মুরগি ও কিছু টাকা দেয় । তারপর স্বামী বাড়ি আসার চেষ্টা করলে অপর এক কর্মী মোহম্মদ লেবু তাঁর হাত ধরে ফেলে । এমতাবস্থায় আব্দুর রহিম তাঁর স্বামীর মুখে জোর করে গো-মাংস ঢুকিয়ে দিয়ে বলে, ‘আমাদের মিলে কাজ করতে হলে গো-মাংস খেতেই হবে ৷’ মমতাদেবী জানিয়েছেন,তাঁর স্বামী বাড়ি ফিরে এসে বমি করতে শুরু করে । অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় । ইতিমধ্যে অভিযুক্তরা বাড়িতে এসে একটি মুরগি ও ৬০০ টাকা তাঁর স্বামীর হাতে দিয়ে হুমকি দিয়ে যায়, একথা প্রকাশ করলে তাঁকে মুড়ির মিলের বয়লারে ঢুকিয়ে মেরে ফেলবে । দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মমতারাণী রায় ।।