এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৬ অক্টোবর : ত্রাণ সামগ্রী আত্মসাতের অভিযোগ উঠল মালদা জেলার মানিকচক ব্লকের তৃণমূল কংগ্রেস শাসিত হিরানন্দপুর পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে । ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । হিরানন্দপুর পঞ্চায়েতের বিজেপি,তৃণমূল,নির্দল সদস্যরা একজোট হয়ে প্রধান কাজল মন্ডল ও তাঁর স্বামী নয়ণ মন্ডলের বিরুদ্ধে এনিয়ে মানিকচকের বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন । তাঁদের অভিযোগ, শারদ উৎসব ও বন্যায় ক্ষতিগ্রস্থদের বিতরণের জন্য সরকারিভাবে বরাদ্দ ৪০ কুইন্টাল চাল এবং ৩০০ টি ত্রিপল রাতের অন্ধকারে অন্যত্র পাচার করে দিচ্ছে প্রধান ও তাঁর স্বামী । এছাড়া তাঁরা পঞ্চায়েতের বাকি সদস্যদের কার্যত অন্ধকারে রেখে নিজের আত্মীয়স্বজনকে সরকারি সুবিধা পাইয়ে দিচ্ছেন বলে অভিযোগও তুলেছেন । যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন প্রধান ও তাঁর স্বামী । এদিকে প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে মানিকচকের বিডিও জয় আমেদ বলেন, ‘অভিযোগ পেয়েছি । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । অভিযোগ সত্যি প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।’
সোমবার হিরানন্দপুর পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা বিজেপি সদস্য অজেন মন্ডল,তৃণমূলের এক সদস্যার স্বামী বিজয় মন্ডলসহ কয়েকজন পঞ্চায়েত সদস্য মানিকচকের বিডিও ও মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতির দ্বারস্থ হন । তাঁরা এই দু’জায়গায় হিরানন্দপুর পঞ্চায়েতের প্রধান ও তাঁর স্বামীর বিরুদ্ধে ত্রাণ সামগ্রী পাচার,স্বজনপোষণসহ বিভিন্ন অভিযোগ তোলেন । অভিযোগকারী অজেন মন্ডল,বিজয় মন্ডলরা বলেন, ‘প্রধান কাজল মন্ডল ত্রাণের চাল ও ত্রিপল বিক্রি করছিল । গ্রামবাসীরা হাতেনাতে ধরেছে । আমরা চাই যোগ্য ব্যক্তিদের ত্রাণ সামগ্রী বিতরণের ব্যাবস্থা করুক প্রশাসন । পাশাপাশি ঘটবার তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হোক ।’
এই বিষয়ে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল বলেন, ‘অভিযোগ তদন্ত করে দেখবে ব্লক প্রশাসন । তবে অভিযোগ সত্যি হলে তা অত্যন্ত নিন্দনীয় কাজ হবে ।’
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধান কাজল মন্ডলের স্বামী নয়ন মন্ডল । তিনি বলেন, ‘ব্লক প্রশাসন থেকে আমাদের পঞ্চায়েতকে ৪০ কুইন্টাল চাল এবং ৩০০ টি ত্রিপল দেওয়া হয়েছিল বণ্যা দূর্গতদের বিলির জন্য । তারপর পঞ্চায়েতের সমস্ত সদস্যকে ত্রাণের সামগ্রী নিয়ে যেতে বলা হয়েছিল । অধিকাংশ সদস্য নিয়েও গেছেন । কিন্তু এখনও কিছু সদস্য ত্রাণ সামগ্রী নিয়ে যায়নি । এর পরেই কেন অভিযোগ উঠছে বোধগম্য হচ্ছে না ।’ পাশাপাশি তিনি বলেন, ‘যা কিছু করা হয়েছে নিয়ম মেনেই করা হয়েছে । কোনও দূর্নীতি হয়নি । আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে ।’।