আমিরুল ইসলাম,ভাতার(পূর্ব বর্ধমান),০৫ এপ্রিল : ভাতারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে বিকৃত করার অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার নিত্যানন্দপুর গ্রামে । সোমবার সকালে স্থানীয় তৃণমূল কর্মীরা দেখেন দলীয় প্রার্থীর সমর্থনে টাঙানো একটি ব্যানারে মুখ্যমন্ত্রীর ছবিতে সিঁদুর লাগানো রয়েছে । ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল । যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ।
স্থানীয় সূত্রে জানা গেছে,নিত্যানন্দপুর গ্রামের রাস্তার ধারে সম্প্রতি তৃণমূলের একটি বড়সড় ব্যানার টাঙানো হয়েছিল । ভাতার বিধানসভার তৃণমূলের প্রার্থী মানগোবিন্দ অধিকারীর সমর্থনে টাঙানো ওই ব্যানারের একধারে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি । অন্যদিকে প্রার্থীর ছবি রয়েছে । এদিন সকালে স্থানীয়দের নজরে পড়ে ওই ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির মাথায় সিঁদুর লাগানো হয়েছে । কপালে দেওয়া হয়েছে সিঁদুরের টিপ । ঘটনা নজরে পড়ার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কর্মীরা ।
ভাতার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জুলফিকার আলী বলেন, ‘আমার কাছে খবর আসে নিত্যানন্দপুর গ্রামে আমাদের নেত্রীর ছবি বিকৃত করা হয়েছে । আমাদের অনুমান রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা এই কাজ করেছে ।
কারণ যেখানে আমাদের দলের ব্যানারটি টাঙানো রয়েছে তার কিছুটা পাশেই রয়েছে বিজেপির দলীয় কার্যালয়ব। এই বিষয়ে আমরা ভাতার থানা ও নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানাবো।’
অন্যদিকে তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির ভাতার ৩৩ নম্বর মন্ডলের সদস্য রাজু সিং । তিনি বলেন,’ভারতীয় জনতা পার্টি এই ধরনের নোংরা রাজনীতি করে না । তৃণমূল তাদের ক্ষমতা হারাচ্ছে তাই বিজেপির নামে মিথ্যা অপপ্রচার করছে ।’