এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,১৪ ফেব্রুয়ারী : অ্যাসিড হামলার হুমকি দিয়ে কিশোরীকে লাগাতার যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম সুর্য দাস৷ আজ শুক্রবার ধৃত যুবককে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় । জানা গেছে, নির্যাতিতা কিশোরী নবম শ্রেণীর ছাত্রী । বাবা এবং মা দুজনাই জনমজুরের কাজ করেন ৷
নির্যাতিতার মায়ের অভিযোগ, তিনি এবং তার স্বামী প্রতিদিন সকালে কাজে বেরিয়ে যান । বাড়িতে একাই থাকতো তার মেয়ে ।সেই সুযোগে সূর্য দাস নামে ওই প্রতিবেশী যুবক জোর করে বাড়িতে ঢুকতো । তার মেয়েকে যৌন নির্যাতন করত । অসভ্য ভাষায় গালিগালাজ করতো তার মেয়েকে । রাস্তাঘাটে উত্যক্ত করত । তার মেয়েকে মুখে হুমকির পাশাপাশি বাবা মাকে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিত সে । বিগত প্রায় ছয় মাস ধরে এভাবে তার মেয়ের ওপর সূর্য দাস অত্যাচার চালিয়ে আসছিল বলে অভিযোগ । এমনকি ভয় দেখিয়ে জোর করে মেয়ের অশ্লীল ছবি ও ভিডিও করে পরিচিতদের হোয়াটসঅ্যাপে পাঠাত বলে অভিযোগ ওই মহিলার তার ৷
তিনি জানান যে প্রথমদিকে তার মেয়ে ভয়ে ঘটনার কথা কাউকে জানায়নি । কিন্তু সে সম্প্রতি ঘটনার কথা জানালে ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তারা । পুলিশ ধৃতের বিরুদ্ধে হুমকি,ধর্ষণ ও পকসো আইনসহ একাধিক ধারায় মামলা রুজু করে । এরপর বৄহস্পতিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ । অভিযুক্ত যুবকের কঠিন শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতা কিশোরীর পরিবার ।।

