দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৫ ডিসেম্বর : মিটার রিডিং নিতে যাওয়া বিদ্যুৎ দপ্তরের কর্মীকে মারধরের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম আবদুল খালেক মুন্সি(৫৩) । তাঁর বাড়ি ভাতার থানার তুলসিডাঙ্গা গ্রামে । রবিবার রাতে এলাকা থেকে গ্রেফতার করা হয় তাঁকে । ধৃতের বিরুদ্ধে আইপিসির ৩৪১,১৮৬,৩৫৩ প্রভৃতি ধারায় মামলা রজু করেছে পুলিশ । সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয় ।
জানা গেছে,ঘটনাটি ঘটেছে দিন দশেক আগে । ওইদিন আবদুল খালেক মুন্সির বাড়িতে মিটার রিডিং নিতে গিয়েছিলেন ভাতার বিদ্যুৎ অফিসের অধীকে কর্মরত চুক্তিভিত্তিক এক কর্মী । সেই সময় মাঠে ধান তোলার কাজে ব্যস্ত ছিলেন খালেক মুন্সির ও তাঁর ছেলে । বাড়িতে একাই ছিলেন খালেক মুন্সির স্ত্রী ।
স্থানীয় সুত্রে জানা গেছে,আবদুল খালেক মুন্সির বাড়ির বিদ্যুৎ লাইনের মিটারটি বেশ কিছুদিন ধরে বিকল হয়ে পড়ে আছে । মিটার রিডিং নিতে যাওয়া বিদ্যুৎ দপ্তরের ওই কর্মী মিটারটি দেখতে চাইলে খালেক মুন্সির স্ত্রী বাধা দেন বলে অভিযোগ । ওই মহিলা একটি পুরনো বিল দেখিয়ে গড় বিল করে দেওয়ার জন্য ওই কর্মীর কাছে আবেদন জানান । কিন্তু মিটার না দেখে বিল দিতে অস্বীকার করেন বিদ্যুৎ দপ্তরের কর্মী । এনিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়ে যায় । এদিকে খবর পেয়ে বাড়িতে চলে আসেন আবদুল খালেক মুন্সি । তারপর স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ার অপরাধে তিনি ওই বিদ্যুৎ দপ্তরের কর্মীকে মারধর করেন বলে অভিযোগ ।
জানা গেছে,ঘটনার পর প্রহৃত বিদ্যুৎ দপ্তরের কর্মী ভাতার অফিসে ফিরে এসে তাঁর উর্ধতন আধিকারিকদের বিষয়টি জানান । ওইদিনই দপ্তরের তরফ থেকে আবদুল খালেক মুন্সির বিরুদ্ধে ভাতার থানার লিখিত অভিযোগ দায়ের করা হয় । তারপর থেকেই অভিযুক্ত প্রৌঢ়ের সন্ধান চালাচ্ছিল পুলিশ । অবশেষে রবিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয় ।।