দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),১১ মে : তুচ্ছ বিষয় নিয়ে বচসার জেরে এক প্রৌঢ়াকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার বেড়ুগ্রামে । মৃতাকে আনজারা বিবি (৫৫) ওরফে আজারা বিবিকে চিহ্নিত করেছে পুলিশ । আজ শনিবার পাড়ার রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যা হওয়া নিয়ে বিবাদের জেরে আনজারা বিবিকে প্রতিবেশী আকবর শেখ ও তার স্ত্রী জোৎস্না বিবি মিলে একটি এলুমিনিয়াম বালতি দিয়ে বেদম মারধর করে বলে অভিযোগ । আনজারা বিবির শরীরের একাধিক জায়গাসহ মাথায় গুরুতর আঘাত লাগে । তাকে প্রথমে কেতুগ্রামের রামজীবনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে অবস্থায় অবনতি হওয়ায় প্রৌঢ়াকে বীরভূমের সিয়ান হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি ।
জানা গেছে,বেড়ুগ্রামের বাসিন্দা আনজারা বিবির স্বামী এতিম খাঁ পেশায় জনমজুর । তাদের দুই মেয়ে- চাঁদনী বিবি ও সরলা বিবি । দু’জনেই বিবাহিতা । আশপাশের গ্রামেই তাদের শ্বশুরবাড়ি । তার মধ্যে চাঁদনীর শ্বশুরবাড়ি কেতুগ্রামের কুলুট গ্রামে এবং সরলার হাটমুড়গ্রামে । এদিন সকালে চাঁদনী বিবির মেয়ে খর্শেদা বিবি বেড়ুগ্রামে এতিম খাঁয়ের বাড়িতে টোটোয় করে কিছু ধান দিতে আসছিলেন । সেই সময় এতিম খাঁয়ের প্রতিবেশী আকবর শেখ পাড়ার ঢালাই রাস্তার উপরে বসে গবাদি পশুর জন্য ছানি কাটছিলেন । খড়ের বোঝা ও কাটা ছানিতে রাস্তাটি কার্যত অবরুদ্ধ হয়ে যায় । টোটো নিয়ে যেতে অসুবিধা হওয়ায় আকবর শেখকে রাস্তা খালি করে দিতে বলেন খর্শেদা । এনিয়ে দু’পক্ষের মধ্যে বচসা বাধে । তারই মাঝে আকবর ও তার স্ত্রী জোৎস্না মিলে তাকে মারধর শুরু করে । এদিকে চিৎকার শুনে নাতনিকে বাঁচাতে আসেন আনজারা বিবি । এরপর হামলাকারী দম্পতি খর্শেদাকে ছেড়ে দিয়ে আনজারা বিবিকে রাস্তায় ফেলে একটি এলুমিনিয়াম বালতি দিয়ে বেধড়ক পেটায় বলে অভিযোগ । সেই মারধরেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ার । এই ঘটনায় আকবর শেখ ও জোৎস্না বিবির বিরুদ্ধে কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার ছোট মেয়ে সরলা বিবি । পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের সন্ধান চলছে ।।