এইদিন ওয়েবডেস্ক,হরিশ্চন্দ্রপুর,২৮ মার্চ : মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে এক বিজেপি নেতার বাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বামী ও তার সশস্ত্র দলবলের বিরুদ্ধে । বুধবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপিলা কাশীমপুর গ্রামে । জানা গেছে, আক্রান্ত বিজেপি নেতার নাম কমল থোকদার । তিনি পিপলা গ্রামে বিজেপির যুব মোর্চা সাধারণ সম্পাদক । এই ঘটনায় ওই গ্রামের পঞ্চায়েত সদস্যা মন্দিরা দাস এবং তার স্বামী তৃণমূল নেতা পূজন দাস সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । এদিকে অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই গভীর রাতে ফের ওই এলাকার চার বিজেপি কর্মী অসিত দাস, শিবু দাস, নারায়ণ দাস এবং রাজু দাসকে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল নেতা পূজন দাস এবং তার দলবলের বিরুদ্ধে । আক্রান্ত চারজনই কমল থোকদারের অনুগামী। কমল ও তাঁর পরিবারের উপর তৃণমূলের আক্রমণের প্রতিবাদ করায় তাঁদেরকেও তৃণমূলের হাতে আক্রান্ত হতে হল বলে অভিযোগ ।অস্ত্রের কোপে চারজন গুরুতর আহত হন। তাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করারনোর পর নিরাপত্তার অভাবে ফের গ্রামে ফিরিয়ে আনা হয় । ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও করেন মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু । থানার সামনে বসে পড়ে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি সাংসদ ।
সাংসদ খগেন মূর্মুর অভিযোগ,’পুজন দাসের নেতৃত্বে সাহেব দাস,সূর্য দাস, দুর্জয় দাসসহ আরও অনেকে পিপিলা কাশীমপুর এলাকায় বিগত দু’দিন ধরে ক্রমাগত হামলা চালিয়ে আসছে৷ বেশ কয়েকজন কর্মীর বাড়িঘর ভেঙে দিয়েছে । চারজন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছে । কিন্তু হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না৷ তাই আমরা বাধ্য হয়ে আজ থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করছি ।’ তার আরো অভিযোগে,’স্থানীয় তৃণমূল নেতারা চাইছে পুলিশকে কাজে লাগিয়ে লোকসভা নির্বাচনের আগে এলাকায় প্রভাব বিস্তার করতে । প্রায়ই বিজেপি কর্মীর আক্রান্ত হচ্ছেন তৃণমূলের হাতে । ওই সমস্ত দুষ্কৃতী বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো ।’
অন্যদিকে হরিশ্চন্দ্রপুর-১ ব্লক তৃণমূল সভাপতি জিয়ায়ুর রহমান বলেন,’ওরা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করছে । বরঞ্চ বিজেপি কর্মীরাই আমাদের কর্মীদের বাড়িতে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে । হরিশ্চন্দ্রপুরে বিগত ১০ বছর ধরে তৃণমূল জয় লাভ করছে ৷ এখন সামনে ভোট, বিজেপির পায়ের তলায় মাটি সরে গেছে, তাই ভোটের আগে এই সমস্ত অভিযোগ তুলছে । আমরা বেশ কয়েকজন বিজেপি কর্মীর নামে থানায় অভিযোগ দায়ের করেছি । তাই আমাদের বিরুদ্ধে ওরা মিথ্যা অভিযোগ তুলছে ।’।