এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৮ জুলাই : আমেরিকার একটি বিমানে এক ব্যক্তির কর্মকাণ্ড আতঙ্কের সৃষ্টি করে। ইজিজেটের একটি ফ্লাইটে, এই ব্যক্তি হঠাৎ চিৎকার করতে শুরু করে যে বিমানে বোমা আছে। এর পরে, সে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু হয়েছে বলে চিৎকার করে । তারপর সে আল্লাহু আকবর স্লোগান দিতে শুরু করে। ঘটনাটি ঘটে ইজিজেটের EasyWE609 ফ্লাইটে। এই বিমানটি লন্ডনের লুটন বিমানবন্দর থেকে স্কটল্যান্ডের গ্লাসগো যাচ্ছিল। এই ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যাত্রীদের মতে, লোকটি বিমানের পিছনের সিট থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে: “বিমান থামাও। বিমানে বোমা খুঁজে বের করো। আমেরিকা ধ্বংস করো। ট্রাম্প ধ্বংস করো”। যার ফলে বিমান যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ।স্থানীয় সময় সকাল ৮:২০ মিনিটে যখন বিমানটি গ্লাসগোতে অবতরণ করে, তখন স্কটল্যান্ড পুলিশ অফিসাররা ইতিমধ্যেই টারম্যাকে অপেক্ষা করছিলেন। তারা বিমানে উঠে ৪১ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তদন্ত অব্যাহত থাকায় তাকে আটক রাখা হয়েছে।।