এইদিন ওয়েবডেস্ক,এলাহাবাদ,১৩ মে : জ্ঞানভাপি মসজিদ পরিসরের শিবলিঙ্গের প্রাচীনত্ব জানতে ঐতিহাসিক রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট । শিবলিঙ্গের বয়স জানতে এবার আদালত কার্বন ডেটিং করার নির্দেশ দিয়েছে । আদালত ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপকে(এ এস আই) ‘লিঙ্গটির কোনো ক্ষতি না করে বৈজ্ঞানিক সমীক্ষা করতে বলেছে । শুক্রবার এই নির্দেশটি দিয়েছেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অরবিন্দ কুমার মিশ্রের একটি বেঞ্চ।
শিবলিঙ্গটি রয়েছে জ্ঞানভাপি ক্যাম্পাসের উুজুখানায় । এর আগে বারাণসীর জেলা বিচারক কার্বন ডেটিংয়ের আবেদন খারিজ করেছিলেন । আসলে স্থিতাবস্থা বজায় রাখার জন্য সুপ্রিম কোর্টের আদেশের কারণে কার্বন ডেটিং পরীক্ষা পরিচালনা করতে অস্বীকার করেছিল বারাণসীর নিম্ন আদালত। ওই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে লক্ষ্মীদেবী, সীতা সাহু, মঞ্জু ব্যাস এবং রেখা পাঠক ২০২২ সালের ১৪ অক্টোবর এলাহাবাদ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন । উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে শেষ পর্যন্ত আদালত শিবলিঙ্গের কার্বন ডেটিং করার পক্ষে রায় দেয় । অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল এমসি চতুর্বেদী এবং প্রিন্সিপাল স্ট্যান্ডিং কাউন্সেল বিপিন বিহারী পান্ডে আবেদনের জন্য রাজ্য সরকারের পক্ষে উপস্থিত ছিলেন। সেখানে হিন্দু পক্ষের আইনজীবী হরিশঙ্কর জৈন এবং বিষ্ণু শঙ্কর জৈন ছিলেন । অন্যদিকে এসএফএ নকভি জ্ঞানবাপী মসজিদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ।আবেদনকারীর পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন বলেন, এই তদন্তের মাধ্যমে শিবলিঙ্গের প্রকৃত বয়স জানা যাবে ।
এর আগে গত ২০ মার্চ একটি শুনানিতে আদালত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) কাছে জানতে চেয়েছিল যে শিবলিঙ্গের ক্ষতি না করে কার্বন ডেটিং করা যেতে পারে কিনা । কিন্তু এখন পর্যন্ত এএসআই হাইকোর্টে কোনো জবাব দেয়নি ।।

