এইদিন ওয়েবডেস্ক,এলাহাবাদ,০২ ফেব্রুয়ারী : বিতর্কিত জ্ঞানভাপি মসজিদের ব্যাস তেহখানায় পূজো বন্ধ করার জন্য মুসলিম পক্ষের আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট । বৃহস্পতিবার বারাণসী জেলা আদালতের নির্দেশে পুজো আরম্ভ করেছিল হিন্দুরা । জ্ঞানবাপী মসজিদ কমিটি জেলা আদালতের আদেশে স্থগিতাদেশ চেয়েছিল, কিন্তু হাইকোর্ট মুসলিম পক্ষে সেই আবেদন খারিজ করে দিয়েছে । পাশাপাশি এলাহাবাদ হাইকোর্ট রাজ্য সরকারকে ওই স্থানে আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছে । এলাহবাদ হাইকোর্টের নির্দেশে এবার থেকে জ্ঞানভাপি মসজিদের ভিতরেই পুজো করতে পারবে হিন্দুরা ।
গত ৩১ জানুয়ারী বারাণসী জেলা আদালতের একটি নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার থেকে বিতর্কিত জ্ঞানভাপি মসজিদের ব্যাস তেহখানায় পূজো শুরু হয় । বারাণসী জেলা আদালতের আদেশকে চ্যালেঞ্জ করে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করে । মুসলিম পক্ষ জেলা আদালতের রায়ের উপর অন্তবর্তী স্থগিতাদেশের জন্য আবেদন জানায় । কিন্তু সুপ্রিম কোর্টের মুসলিম পক্ষের পিটিশনের উপর আলোচনা হয় । উভয় পক্ষের যুক্তি পুঙ্খানুপুঙ্খ বিবেচনার পর, আদালত জেলা আদালতের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে অস্বীকার করে। পরিবর্তে প্রধান বিচারপতি মুসলিম পক্ষকে হাইকোর্ট মাধ্যমে বিষয়টি অনুসরণ করার পরামর্শ দেন । পরে মুসলিম পক্ষ হাইকোর্টের দ্বারস্থ হয় । কিন্তু এত কিছু পরেও হিন্দুদের পূজা আটকাতে পারেনি মুসলিম পক্ষ । আদালত বিতর্কিত জ্ঞানভাপি মসজিদের ব্যাস তেহখানায় কাশী বিশ্বনাথ ট্রাস্টকে পুজো করার অধিকার দিয়েছেন ।।