এইদিন ওয়েবডেস্ক,০২ নভেম্বর : এবারের একদিনের বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ ভারত । চলতি বিশ্বকাপে পাকিস্তান ও বাংলাদেশের মত কট্টর ইসলামি মৌলবাদী দেশগুলির খেলোয়াড়দের মধ্যে মাঠে নামাজ পড়ার প্রবনতা লক্ষ্য করা যাচ্ছে । একটা হিন্দু বহুল দেশে গিয়ে নামাজ পড়ার ‘সাহস’ দেখানোয় জন্য ওই দুই দেশের মৌলবাদী মানসিকতার বিভিন্ন স্তরের মানুষরা নিজেদের দেশের খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ হলেও বাকি বিশ্বে সমালোচনার ঝড় বইছে । পাকিস্তান ও বাংলাদেশের খেলোয়াড়দের মাঠের মাঝে নামাজ পড়াকে অনেকে ‘ভন্ডামি’ বলে অবিহিত করছে । ওই তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রাক্তন মুসলিম তথা মুক্তমনা ব্লগার আসাদ নূর । তবে তিনি ভারতের ওই দুই প্রতিবেশী রাষ্ট্রের খেলোয়াড়দের মাঠে নামাজ পড়াকে সরাসরি ‘ভন্ডামি’ না বললেও ইসলামি কট্টরপন্থী মানসিকতার মজা করতে ছাড়েননি ।
বুধবার পোস্ট করা একটা ভিডিওতে আসাদ নূর বলেছেন,’৩১ অক্টোবর বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলাটি কলকাতার ইডেন গার্ডেন্সে হয়েছিল । আপনারা দেখেছেন বাংলাদেশ ক্রিকেট টিম বা মায়ের দোয়া ক্রিকেট বোর্ড পাকিস্তানের সাথে গোহারা হেরেছে । বাংলাদেশ ক্রিকেট টিম যেহেতু দোয়ায় বিশ্বাসী অর্থাৎ খেলায় হারজিত একমাত্র আল্লাহর উপর নির্ভর করে বলে মনে করে,তাই এটা তাদের কথা অনুযায়ী নিশ্চিতভাবে বলতে পারি গতকালের ম্যাচে আল্লাহ বাংলাদেশের খেলোয়াড়দের দোওয়া কবুল করেননি এবং তাদের সাথে বেইমানি করে পাকিস্তানকে জিতিয়ে দিয়েছেন । পাকিস্তানের খেলোয়াড়রাও যেহেতু মুসলমান,আল্লাহর দোয়াতে বিশ্বাস করে,একটু ভালো খেললে মাঠে গড়াগড়ি করে এবং সিজদা দেয়,তাই বলা যেতে পারে যে আল্লাহ পাকিস্তানের দোয়া কবুল করে তাদের জিতিয়ে দিয়েছে এবং বাংলাদেশের সাথে বেইমানি করেছে।’
বাংলাদেশ থেকে আসা হামাস সমর্থকদের কথা উল্লেখ করেন আসাদ নূর বলেন,’বাংলাদেশের হামাস সমর্থকরা স্টেডিয়ামে ফিলিস্থিনি পতাকা উড়িয়েছে । আমিও ফিলিস্থিনের স্বাধীনতার পক্ষে । আমি চাই ইসরায়েল ও ফিলিস্থিন শান্তিপূর্ণ ভাবে বসবাস করুক । কিন্তু হামাস চায় ইসরায়েলিদের উৎখাত করতে । তারা ইহুদিদের ইসরায়েল থেকে নিশ্চিহ্ন করার জন্য হামলা চালিয়েছে ।’ তিনি বলেন,’আপনারা ভাবলে অবাক হবেন যে পশ্চিমবঙ্গের কলকাতার স্টেডিয়ামে বাংলাদেশের হামাস সমর্থকরা শুধু ফিলিস্থিনের পতাকাই ওড়ায়নি, তারা ‘আল্লাহু আকবর’,’নাড়ায়ে তকদির’ এর মত শ্লোগান দিয়ে ইসরায়েলকে হত্যা করার শ্লোগান পর্যন্ত দিয়েছে ।’ বাংলাদেশি কট্টর মৌলবাদী মানসিকতার সমর্থকদের এনিয়ে ব্যাঙ্গ বিদ্রুত করেছেন ওই মুক্তমনা ব্লগার ।
এদিকে জানা গেছে যে কলকাতার ইডেন গার্ডেনে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ফিলিস্তিনের পতাকা উত্তোলন এবং বিভিন্ন শ্লোগান দেওয়ার ঘটনায় চার বাংলাদেশিকে আটক করা হয়েছে ।।