এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ জুলাই : কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া । ফিরহাদ হাকিমকে ওই ভিডিওতে অমুসলিমদের ‘দুর্ভাগা’ বলে মন্তব্য করেছেন । শুধু তাই নয় অমুসলিমদের ইসলামে ধর্মান্তরিত করারও আহ্বান জানিয়েছেন তিনি । যা ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে । বিজেপির নেতা দেবদত্ত মাঝি ভিডিওটি নিজের এক হ্যান্ডেলে শেয়ার করে অনুষ্ঠানের আয়োজক, মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন কেন্দ্র সরকারের কাছে ।
ভিডিওতে তৃণমূল নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিমকে বলতে শোনা গেছে,’যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াত-এ ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহতালাকে খুশি করা হবে। ইসলামকে তাদের মধ্যে ছড়াতে হবে । শক্তিশালী মনে হয়, যখন সবাই এখানে টুপি পরে বসে আছে, হাজার হাজার মানুষ বসে আছে, তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে । যেখানে আমাদের কেউ কোনদিন দাবাতে(দমাতে) পারবেনা ।’
সেই সময় “ইনশাল্লাহ” স্লোগান ওঠে ৷ ফিরহাদ হাকিম নিজেও ‘আল্লাহু আকবর’ স্লোগান তোলেন । ফের তিনি বলতে শুরু করেন, ‘একজনকেও যদি আমরা ঈমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের বৃদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে । আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছে । ইসলাম নিয়ে জন্মানোর মানে আমাদের রসূল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি বড় কোন অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া ।’
তিনি বলেন, আজকে এই একটা বিশাল সমাবেশ এখানে করেছে । সুদুর মালেশিয়া থেকে এখানে তেলাওয়াত করতে এসেছেন । অনেকে তেলাওয়াত করবেন । ভাই, এটা কোন উপকার নয় । তেলাওয়াত যত শুনবেন আত্মা তত শুদ্ধ হবে । তেলাওয়াত যেখানে হবে আল্লাহর রহমত সেখানে নেমে আসবে । অর্থাৎ এখানে তেলাওয়াত হওয়া মানে এর কাছাকাছি পুরো কলকাতাতে আল্লাহর রহমত বর্ষিত হবে । আমাদের যদি সময় থাকতো তাহলে বসে আরও তেলাওয়াত শোনা হতো । একটা শিশু এত সুন্দর তেলাওয়াত করলেন আমি সত্যি সত্যি ধন্যবাদ এবং বিস্মিত হয়ে গেছি ।’
ফিরহাদ হাকিম বলেন,’আমরা বিশ্বাস শুধু সেই আল্লাহতালার উপরে এবং সেই আল্লাহতালা তার রহমত দিয়ে আমাদের ইহকাল পরকাল তার রহমত বর্ষিত করুক । এই দোয়া আমি করি । আর একটা জিনিস এই ফাউন্ডেশনের কাছে আমার চাওয়ার আছে । সেটা হচ্ছে, এইরকমই একটা অনুষ্ঠান করে আমরা, বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা যদি তেলাওয়াতের সাথে সাথে যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তাদের মধ্যে ছড়াতে হবে । কারণ আমাদের নিজেদের আল্লাহতালার রহমত আমাদের আছে । আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মানোর মানে আমাদের রসূল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে । যদি বড় কোন অন্যায় না করি কাল ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া । কিন্তু যাদের আল্লাহ সেই রহমত দেননি তাহলে যদি তেলাওয়াত এবং কোরান শরীফের মানে বুঝতে পারেন এবং যদি একজনকেও আমরা ঈমান দিতে পারি তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হবে । আমরা নিজেরা মুসলিম,মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা বেশিরভাগ মানুষেরই জানা । কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম । অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহতালাকে খুশি করা হবে ।’
তিনি বলেন,’আমাদের রসুল পাক কত মানুষকে ঈমান দিয়েছেন । আমাদের বড় বড় অলি কত মানুষকেই ঈমান দিয়েছেন । আমাদের ব্যবহার, আমাদের জীবনযাপন, আমাদের কোরান শরীফের মানের মধ্যে দিয়ে রাখা এবং এবং তার মানেটাকে চারিদিক দিয়ে ছড়িয়ে দিলে যদি একজনকেও আমরা ঈমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের বুদ্ধি হবে এবং বিস্তারিত হবে । আমাদের সবাইকে আজকের দিনে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ।’
সব শেষে তিনি বলেন, ‘বিশেষ করে কোরানের আলো ফাউন্ডেশনকে যে এরকম একটা তেলাওয়াতের কম্পিটিশন এববগ এরকম একটা তেলাওয়াতের ব্যবস্থা করে দিয়েছে যার জন্য আপনারা সবাই একসঙ্গে এখানে সমবেত হয়েছেন । কত ভালো লাগে, কত নিজেদের শক্তিশালী মনে হয়, সবাই এখানে টুপি পড়ে বসে আছে,হাজার হাজার মানুষ বসে আছে, তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে । এখানে আমাদের কেউ কোনদিন দাপাতে পারবেনা ।’
‘এসএস টিভি পাবলিক’ নামে একটি ইউটিউব চ্যানেলের লোগো দেওয়া ওই ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কলকাতার বিজেপি নেতা দেবদত্ত মাঝি । ইউটিউবে চ্যানেলটি অনুসন্ধান করে দেখা যায় ভিডিওটি ৩ জুলাই পোস্ট করা হয়েছিল । আজ শুক্রবার দুপুর পর্যন্ত ৩০,৭৫৪ ভিউ হয়েছে ।
ফিরহাদ হাকিমের মন্তব্যের প্রতিক্রিয়ায় দেবদত্ত মাঝি লিখেছে,’মমতা বন্দ্যোপাধ্যায়ের নীল চোখের নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিম ওরফে ববি হাকিম বাংলায় “দুর্ভাগ্য” হিন্দু/কাফিরদের ইসলামে ধর্মান্তরিত করার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেছেন হাজার হাজার মুসলমানকে ইসলামিক স্কাল ক্যাপ নিয়ে বসে থাকতে দেখে তাকে শক্তি দেয় এবং তার চোখের জন্য আরামদায়ক ৷’ তিনি আরও লিখেছেন,’দাওয়াত-ই- ইসলামের মাধ্যমে কাফিরদের ইসলামে দীক্ষিত করা উচিত। মনে হচ্ছে মালয়েশিয়ার কিছু বড় ইসলামিক স্কলার এই ইভেন্টে যোগ দিচ্ছেন, যার স্পষ্ট মানে তারা ভারতে হিন্দুদের মুসলমানে রূপান্তরিত করার কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং প্রচার করছে । আমি দৃঢ়ভাবে অনুরোধ করছি ডঃ এস জয়শঙ্কর,গৃহমন্ত্রক ও প্রধানমন্ত্রীর দপ্তরকে এই বিষয়টি খতিয়ে দেখতে এবং এই অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে, এছাড়াও কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম এবং বিদেশী দর্শকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি,যারা শুধুমাত্র ইসলাম প্রচার করছে না বরং হিন্দুদের ধর্মান্তরিত করছে এবং শান্তিপূর্ণ ভাবে আমাদের দেশের জনবিন্যাসের পরিবর্তন করছে ।’।