প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৬ এপ্রিল : সন্দেশখালির মতই গোটা পশ্চিমবঙ্গে এনএসজি(NSG) কমান্ডো ও রোবট দিয়ে সার্চ করা উচিৎ।বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে পূর্ব বর্ধমানের মেমারির সাতগেছিয়ায় ভোটের প্রচারে যোগ দিয়ে এমনই দাবি করলেন বলিউড অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।লোকসভা ভোটের মুখে অভিনেতা মিঠুনের এই দাবি রাজ্য রাজনীতিতেও যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছে । সন্দেশখালির দোর্দন্ডপ্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা শেখ সাহজাহান পুলিশে হাতে গ্রেপ্তার হওয়ার পর এখন জেলে বন্দি রয়েছে । সিবিআই ও ইডি এখন তাঁর যাবতীয় অন্যায় কাজ কর্মের তদন্ত চালাচ্ছে। তবুও সন্দেশখালি এখন সাহজাহানে কৃতকর্মের বোঝা বয়ে বেড়াচ্ছে।একের পর এক যার পর্দা ফাঁস করে চলেছে সিবিআই ও ইডি। যেমনটা ঘটেছে শুক্রবার।এদিন সাহজাহান ঘনিষ্ট এক তৃণমূল কর্মীর বাড়িতে মজুত থাকা প্রচুর আগ্নেআস্ত্র ও বিস্ফোরকের সন্ধান পায় সিবিআই । তার মধ্যে বিদেশী আগ্নেআস্ত্রও রয়েছে। সেইসব বিস্ফোরক ও আগ্নেআস্ত্র উদ্ধারের জন্য সিবিআই এদিন এনএসজি(NSG) কমান্ডো ও বিশেষ প্রযুক্তি সম্পন্ন রোবটকে কাজে লাগায়। দ্বিতীয় দফার লোকসভা ভোট চলাকালীন এই বিস্ফোরক ও আগ্নেআস্ত্র উদ্ধারের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। যা নিয়ে বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষও এদিন সরব হন ।
সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা মিঠুন চক্রবর্তীকে এদিন সন্দেশখালিতে বিস্ফোরক ও প্রচুর আগ্নেআস্ত্র উদ্ধার কথা জানালে তিনি অবশ্য হতবাক হন না।উল্টে তিনি সংবাদিকদের জিজ্ঞাসা করেন,’এটা কি কোন নতুন ব্যাপার ? ’একই সঙ্গে তিনি বলেন,“পাওয়াই যাবেতো ওখানে। যত ধরণের নোংরা কাজ তো ওখান থেকেই । রোবট দিয়ে সার্চ করতেই হবে । তাছাড়া আর কোন উপায় নেই। পশ্চিমবঙ্গের সব জায়গাতে এভাবেই সার্চ করা উচিৎ।’
আর এদিনের সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন,শেখ শাহজাহান সিপিএম আমলে পিস্তুল নিয়ে ঘুরতো , আর এখন এ কে ৪৭ নিয়ে ঘোরে সন্দেশখালিতে এত অস্ত্রশস্ত্র,বোমা ,বন্দুক লুকানো আছে ,ওকে (সাজাহানকে) ঠেঙালে সব বের হবে। ওইসব অস্ত্রশস্ত্র আগে উদ্ধার করতেই হবে ,না হলে ভোটে অনেক জীবনহানি হবেই । টিএমসি এখন সেগুলি বাঁচাবার চেষ্টা করছে। নির্বাচন কমিশন,ইডি, সিবিআই, যারা তদন্ত করছে তাদের দায়িত্ব ওসব উদ্ধার করা । না হলে আবার আর একটা সাজাহান তৈরি হবে। আবার জীবনহানি হবে। সন্দেশখালিতে এনএসজি (NSG) নামাতে হওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন,ওটা উপদ্রুত এলাকা। যুদ্ধকালীন তৎপরতায় যেমন উদ্ধার করা হয় ,তেমনই করা উচিৎ বলে দিলীপ ঘোষ মন্তব্য করেন।
বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে এদিন পূর্ব বর্ধমানের মেমারির ২ ব্লকের সাতগেছিয়া রোড শো করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার সঙ্গে প্রার্থী দিলীপ ঘোষও উপস্থিত থাকেন ।হেলিকপ্টারে চড়ে এসে মিঠুন এদিন বিকালে সাতগেছিয়া স্পোর্টিং ক্লাবের মাঠে এসে নামেন। সেখান থেকেই দিলীপ ঘোষ ও মিঠুন চক্রবর্তী সুসজ্জিত হুডখোলা গাড়িতে চড়ে প্রচারে বের হন। সাতগেছিয়ার জীবন ঠাকুর মোড় সংলগ্ন এলাকা থেকে সাতগেছিয়া বাজার পর্যন্ত রোড শো করেন মিঠুন। রোড শোয়ে বহু বিজেপি কর্মীয় ও সমর্থক অংশ সামিল থাকেন । অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে ওই পথের দু’ধারে অগুনিত সাধারণ মানুষও ভিড় জমান ।।