এইদিন ওয়েবডেস্ক,১৯ আগস্ট : রক্তের স্বাদ সমান হলেও মশা বিশেষ বিশেষ ব্যক্তির রক্তপান করতে বেশি পছন্দ করে । তাই মশা সমান ভাবে সবাইকে কামড়ায় না । মশককুল কারোর রক্ত বেশি করে পান করে,সুযোগ পেলেই তাকে ছেঁকে ধরে । তুলনামূলক ভাবে কিছু মানুষকে তারা অব্যাহতি দেয় । মশার এই প্রকার উদ্ভট প্রকৃতির বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছে শুনুন :
লন্ডন প্রবাসী বিশেষজ্ঞ ডাঃ অপূর্ব চৌধুরী জানান, মশার এই প্রকার আজব ব্যবহারের পিছনে এখনো পর্যন্ত মূলত দুটি কারন খুঁজে পাওয়া গেছে । প্রথমত, শরীরের স্বাভাবিক গন্ধ এবং দ্বিতীয়ত, রক্তের গ্রুপ । তিনি বলেন, ‘আমাদের শরীরে একেকজনের গন্ধ একেক রকম । এর জন্যে দায়ী আমাদের ত্বক থেকে বের হওয়া সিবাম নামের একটি তেল । এই তেলের মধ্যে কার্বসলীক অ্যাসিড নামের একটি উপাদান থাকে । যার শরীরে যত বেশি এই অ্যাসিড বের হয়, তার শরীরে মশা এসে তত বেশি বসে এবং কামড়ায় । তবে মশা কেন এটির গন্ধ বেশি পছন্দ করে, তার কারণ এখনও জানা যায় নি ।
তিনি আরও বলেন,এক একজনের রক্তের গ্রুপ একেকটি । এখনো পর্যন্ত পরীক্ষা করে দেখা গেছে যারা ‘ও’ গ্রুপ রক্তের ব্যক্তিদের সবচেয়ে বেশি মশা কামড়ায় । উপরের দুটো প্রধান কারণ ছাড়াও শরীরের গঠন, জেনেটিক্স, ত্বকের ব্যাকটেরিয়া, আরও কিছু রাসায়নিক উপাদান,এমনকি পরিধানের বস্ত্র, এমন সব কারণে মশা বেশি কামড়ায় বলে লক্ষ্য করা গেছে ।।