এইদিন ওয়েবডেস্ক,ওড়িশা,২৩ জুন : ভিন্ন বর্ণের পুরুষকে বিয়ে করার অপরাধে এক তরুনীর পরিবারের সকল পুরুষের মাথা ন্যাড়া করে প্রায়শ্চিত্ত করানো হল । ঘটনাটি ঘটেছে ওড়িশায়। জানা গেছে যে একটি বর্ণ সংগঠনের সদস্যরা ভিন্ন বর্ণের পুরুষকে বিয়ে করার পাপ থেকে মুক্তি পেতে পরিবারের সকল পুরুষের মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত নিয়েছিল, যার মধ্যে ছোট বাচ্চারাও অন্তর্ভুক্ত ছিল। সংগঠনটি সিদ্ধান্ত নেয় যে মাথা ন্যাড়া করে প্রায়শ্চিত্ত করলে কেবল তখনই পরিবারটি তাদের বর্ণে থাকার অধিকার থাকবে।
ঘটনাটি ঘটেছে ওড়িশার রায়গড়ের কাশীপুরের বাইগানাগুড়া গ্রামে। ওই তরুণী তফসিলি উপজাতি সম্প্রদায়ের। তিনি পাশের একটি গ্রামের তফসিলি জাতি সম্প্রদায়ের এক যুবককে সম্প্রতি বিয়ে করেছেন । এর ফলে দুই গ্রামের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়
। বিয়ে আটকাতে না পারার অপরাধে বাইগানাগুড়া গ্রামের সংগঠনের লোকেরা যুবতীর পরিবারকে একঘরে করার উদ্যোগ নেয় । শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে যদি তারা একই বর্ণে থাকতে চায়, তাহলে মেয়েটির পরিবারের সকল পুরুষকে শুদ্ধ হতে হবে। এইভাবে, ৪০ জনকে তাদের মাথা ন্যাড়া করে শুদ্ধ করা হয় । এতে রাজি না হলে তাদের জরিমানা সহ চরম পরিণতির হুমকিও দেওয়া হয়েছিল ।
গ্রামবাসীদের চাপ ও হুমকির কাছে নতি স্বীকার করে পরিবারটি পশু বলিদান এবং মাথা ন্যাড়া করে নিজেদের শুদ্ধিকরণ করে । ৪০ জন লোক এই কাজ সম্পন্ন করার পর, গ্রামবাসীরা তাদের তাদের সম্প্রদায়ে অন্তর্ভুক্ত করে । ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় । বিষয়টি নজরে পড়লে কাশীপুর ব্লক উন্নয়ন কর্মকর্তা বিজয় সোয় তদন্তের নির্দেশ দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রামে পৌঁছে ঘটনার প্রাথমিক তদন্ত করে । বিজয় সোয় জানিয়েছেন যে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।।

