এইদিন ওয়েবডেস্ক,বরেলি,১১ জানুয়ারী : সাদা পাজামা আর বাদামি জ্যাকেট করা এক যুবক থানার ভিতর থেকে হাত জোড় করে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে আসছে৷ কাঁদো কাঁদো স্বরে সে বলছে, “কই ভি কভি ভি পোস্ট নেহি করুঙ্গা । সবকা সম্মান করুঙ্গা সাব’ । সাব গলতি হো গয়ি,মাফ করদো’ । কিন্তু হলটা কি ? বাবলু সাগর ভিডিওটি এক্স-এ শেয়ার করে লিখেছেন, ‘আমি ভুল করেছি স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি কখনোই এমন পোস্ট করব না স্যার, আমি সবাইকে সম্মান করব স্যার । যুবকটি থানা প্রেমনগর এলাকার বাসিন্দা। যোগী আদিত্যনাথ জি ও কুম্ভমেলা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিল । প্রেমনগর থানায় গ্রেফতার । ভিডিওটি ভাইরাল হচ্ছে।’
যেটা জানা যাচ্ছে যে ওই যুবকের নাম মেহজান রাজা ওরফে ফয়েজ । সে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শিরশ্ছেদ করার এবং মহাকুম্ভ হতে না দেওয়ার হুমকি দিয়েছিল । হিন্দু সংগঠনের সদস্যরা মেহজানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন। শনিবার (১১ জানুয়ারী, ২০২৫), পুলিশ তাকে বেরেলির লোকো কলোনি থেকে গ্রেপ্তার করে বরেলি থানার পুলিশ।
জানা গেছে,শনিবার মেহজান রাজা তার ফেসবুকে দুটি আপত্তিকর পোস্ট করে । প্রথম পোস্টে,সে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহার করেছিল এবং ২০২৫ সালে তাঁর শিরশ্ছেদের হুমকি দিয়েছিল । অন্য একটি পোস্টে, ভগবান রামের মাকে গালি দিয়েছিল এবং বলেছিল যে এই বছর অযোধ্যায় তাঁর জন্মস্থানে মন্দির নির্মাণের শেষ বছর। হিন্দু সংগঠনগুলি এই পোস্টগুলির তীব্র আপত্তি প্রকাশ করেছিল এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল। তারপরেই নড়েচড়ে বসে পুলিশ । বেরেলি পুলিশ লিখেছে,’এই ঘটনায় বেরিলির প্রেমনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিয়ম অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে ।’।