এইদিন ওয়েবডেস্ক,১৬ আগস্ট : অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) সাসপেন্ড করল ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল (ফিফা) । মঙ্গলবার ফিফার তরফে এক অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, ‘তৃতীয় পক্ষের অযাচিত প্রভাবের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ফিফার আইন অনুযায়ী একটি গুরুতর অভিযোগ’ (undue influence from third parties, which constitutes a severe violation of the FIFA statutes)। তবে ফিফা জানিয়েছে, এখন এআইএফএফর ক্ষমতায় রয়েছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স। যে দিন থেকে কোনো নির্বাচিত কমিটি এআইএফএফর দায়িত্ব নেবে, সে দিন থেকে এই নির্বাসনের শাস্তি উঠে যাবে।
প্রসঙ্গত,ফিফার আইনে স্পষ্টভাবে বলা রয়েছে, ফিফা স্বীকৃত প্রতিটি দেশের ফুটবল সংস্থা হবে স্ব-শাসিত । এতে সরকার বা কোনো তৃতীয় পক্ষের
কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না । কিন্তু অনিয়মের অভিযোগ তুলে করা মামলার প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ) নিয়োগ করে ভারতের সুপ্রিম কোর্ট । এই কমিটি এআইএফএফের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কারণেই ফিফা এমন সিদ্ধান্ত ঘোষণা করেছে বলে খবর ।
এদিকে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল ভারতে অনুষ্ঠিত হওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে । ২০২০ সালেই এই প্রতিযোগিতা ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায় । আগামী ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সময়ে ভারতে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল হওয়ার কথা রয়েছে। যদি এর মধ্যে পরিস্থিতি না বদলায় তাহলে এই প্রতিযোগিতা ভারত থেকে সরিয়ে নেওয়া হবে । বিবৃতিতে ফিফা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, নির্বাসনের কারণে ভারত অক্টোবরে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে পারবে না ।
পরিশেষে ফিফা বিবৃতির এও জানিয়েছে, তারা ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ অব্যাহত রাখছে। তারা আশাবাদী, এখনো ইতিবাচক সমাধানের সুযোগ শেষ হয়ে যায়নি ।।