“আমিও ত দেশে কত শুকেনো বিষ্ঠা মাড়িয়ে চলেছি। দুবার ‘গোবিন্দ, গোবিন্দ’ বললাম, বস্, শুদ্ধ হয়ে গেল । মনেতেই সব, মনেই শুদ্ধ,মনেই অশুদ্ধ । মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে তাদের কি হয় ? -নিজেরই ক্ষতি। আমার এইটি ছেলেবেলা থেকেই স্বভাব যে আমি কারও দোষ দেখতে পারতুম না। আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি । তা আবার মানুষের দোষ দেখা ? মানুষের কি দোষ দেখতে আছে। ওটি শিখিনি। ক্ষমারূপ তপস্যা ।”
শ্রীশ্রীমায়ের কথা – ২য় খণ্ড পৃষ্ঠা-১২০