এইদিন ওয়েবডেস্ক,আহমেদাবাদ,২৬ মে : ফের ভারতকে হিন্দুরাষ্ট্র ঘোষণার দাবি তুলে সনাতনীদের জেগে ওঠার আহ্বান জানালেন বাগেশ্বর ধাম সরকারের পন্ডিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী । আজ শুক্রবার থেকে ৭ জুন পর্যন্ত গুজরাটের আহমেদাবাদ, ভাদোদরা, রাজকোট এবং সুরাতে দিব্য দরবার করবেন ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী । বৃহস্পতিবার আহমেদাবাদে পৌঁছেই তিনি একটি বড় বিবৃতি দিয়েছেন । তিনি ফের বলেছেন,’ভারতকে এক হিন্দু জাতি করতে হবে এবং ভগবান কানহাইয়াকে মথুরায় প্রতিষ্ঠা করতে হবে।’ সেই সঙ্গে তিনি বলেন,’সনাতন ধর্মের জন্য সকলকে জাগতে হবে, শুধুমাত্র যারা কাপুরুষ তারা জাগতে চায় না ।’ তিনি গুজরাটের মানুষের প্রশংসা করে বলেছেন যে তিনি ভক্তির ভূমি গুজরাটকে স্যালুট করেন। গুজরাটিরা সর্বত্র পৌঁছে গেছে, আপনারা ধন্য। এখানে মানুষের মন জয় করা খুব কঠিন ।
ধীরেন্দ্র শাস্ত্রী বলেছেন যে তিনি ১০ দিন গুজরাটে থাকবেন । আহমেদাবাদে দিব্য দরবার ২৯ মে পর্যন্ত চলবে । এর মধ্যেই সনাতনীরা বিরোধীদের চাটনি বানাবে । যতক্ষণ না বিধর্মীদের সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত এই কাজ চলবে বলে তিনি জানান ।
প্রসঙ্গত,ধীরেন্দ্র শাস্ত্রীর গুজরাট সফর নিয়ে বিরোধিতা করেছিল কংগ্রেসের একাংশ ও কিছু মানুষ । ধীরেন্দ্র শাস্ত্রীর অনুষ্ঠান চলাকালীন যাতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর মত কোনও কার্যকলাপ না হয় এই বিষয়ে পুলিশকে নির্দেশ দেওয়ার দাবি জানিয়ে গুজরাট হাইকোর্টে একটা পিটিশন দাখিল করা হয় । যদিও বুধবার আদালত এই প্রসঙ্গে তাৎক্ষণিক শুনানি করতে অস্বীকার করে । আবেদনকারী বলেছেন যে ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে অতীতে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের সদস্যদের উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে ।
প্রসঙ্গত,কয়েক মাস আগে বাগেশ্বর ধাম সরকারের পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছিল । সেই কারনে গুজরাট সফর চলাকালীন ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্র সরকার । নিরাপত্তায় দুজন কমান্ডার এবং পুলিশ সহ আট জওয়ানকে নিযুক্ত করা হয়েছে ।।