এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,২৩ জুন : টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আটলান্টিক মহাসাগরের গভীরে যাওয়া টাইটান (Titan) সাবমেরিনে একটি “বিপর্যয়কর” বিস্ফোরণে মৃত্যু হয়েছে সকল ক্রু মেম্বারদের । বৃহস্পতিবার মার্কিন কোস্ট গার্ডের একজন কর্মকর্তা অ্যাডমিরাল জন মাগার এই খবর দিয়েছেন । সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,’কানাডার একটি জাহাজের মানববিহীন রোবট সমুদ্রের ৪৮৮ মিটার গভীরে টাইটানের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছে ।’
টাইটান সাবমেরিনের মালিক “ওশান গেট” কোম্পানির সিইও স্টকটন রাশও এই পর্যটক সাবমেরিনের যাত্রীদের মৃত্যুর বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে দুঃখ প্রকাশ করেছেন । একই সঙ্গে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আটলান্টিক মহাসাগরের গভীরে যাওয়া এই ছোট সাবমেরিনের যাত্রীদের পরিচয়ও ঘোষণা করা হয়েছে ।
এই ঘটনায় ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং(৫৮), পাকিস্তানি বংশোদ্ভূত ব্যবসায়ী শাহজাদা দাউদ(৪৮), দাউদের ছেলে সুলাইমান দাউদ(১৯),টাইটানিক বিশেষজ্ঞ হেনরি নারগোলেট(৭৩) এবং সাবমেরিনে একজন পাইলট প্রাণ হারিয়েছেন ।
টাইটান সাবমেরিন, যা টাইটানিকের ধ্বংসাবশেষ পরিদর্শন করতে ব্যবহৃত হয়েছিল, রবিবার আটলান্টিক মহাসাগরে পাঁচজন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে যায় । টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে ৪৮৭ মিটার দূরে জলের চাপের কারণে টাইটান (Titan) সাবমেরিনটি কার্যত দুমড়ে মুচড়ে যায় বলে জানিয়েছেন মার্কিন কোস্ট গার্ডের প্রতিনিধি ।।