এইদিন ওয়েবডেস্ক,আলিপুরদুয়ার,২৭ জুলাই : ফের রাজ্যের সরকারি হাসপাতালের বেহাল চিত্র ধরা পড়ল । হাসপাতাল চত্বরে বেআইনিভাবে পার্কিং করে রাখা মোটরবাইকে অ্যাম্বুল্যান্স আটকে বেঘোরে প্রাণ হারাতে হল এক সদ্যজাত শিশুর । ঘটনাস্থল আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতাল । যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বেআইনি পার্কিংয়ের কথা স্বীকার করলেও পার্কিং-এর জন্য শিশুমৃত্যুর ঘটনাকে মানতে চাননি । তবে কিভাবে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতাল সুপার পরিতোষ মণ্ডলের সাফাই, গর্ভবস্থাতেই শিশুটির মৃত্যু হয়েছে ।
জানা গেছে,কালচিনির সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের বাসিন্দা বছর চব্বিশের অন্তঃসত্ত্বা বধূ সুস্মিতা সাঁওতালকে সন্তান প্রসবের জন্য কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছিল পরিবার । শুক্রবার দুপুরে সেখান থেকে তাকে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে রেফার করে দেওয়া হয় । অ্যাম্বুল্যান্স করে তাকে নিয়ে আসার সময় বাকি রাস্তায় কোনো সমস্যা না হলেও আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতাল ঢোকার মখেই সমস্যার মুখে পড়তে হয় ।
বধূর মা নীলমণি সাঁওতালের কথায়,হাসপাতালের প্রসূতি বিভাগের সামনে দাঁড় করিয়ে রেখে দেওয়া বেশ কিছু মোটর সাইকেলের জন্য অ্যাম্বুল্যান্স আটকে যায় । সেগুলি সরিয়ে অ্যাম্বুল্যান্স ঢোকাতে ঢোকাতে তার মেয়ের প্রসব হয়ে যায় এবং অল্প সময়েই শিশুর মৃত্যু হয় ।সুস্মিতা সাঁওতালের দাবি, ঠিক সময়ে এসএনসিইউ তে পৌঁছনো গেলে হয়ত আমার সন্তান হয়তো বেঁচে যেত ।’ একথা বলার পর তিনি কান্নায় ভেঙে পড়েন ।।