এইদিন ওয়েবডেস্ক,০৩ মার্চ : বাগেশ্বর বাবা (@BageshwarBaba) ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর এক্স হ্যান্ডেলে জনৈক আলী সোহরাব নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর একটা পোস্টের স্ক্রীন শর্ট ভাইরাল হয়েছে । যেখানে আলী সোহরাব লিখেছেন,’তোমার উৎসব, তোমার প্রিয়জনের সাথে তোমার লেনদেন। তোমার রমজান এবং ঈদের কেনাকাটা কেবল তাদের কাছ থেকে করো যারা তোমার কেনাকাটার মাধ্যমে রমজান এবং ঈদ উদযাপন করতে পারে…।’ প্রতিক্রিয়ায় বাগেশ্বর বাবা বলেছেন,’এই পোস্টটি হিন্দুদের মুখে একটা চপেটাঘাত! হিন্দুরা, একজন মোল্লা বলেন যে মুসলমানদের কেবল মুসলিম দোকান থেকে কেনাকাটা করা উচিত, তাহলে তোমরা হিন্দুরা কেন তাদের মাজার এবং তাদের দোকানে যাও… হিন্দুরা ও মুসলিমদের সম্পূর্ণ বয়কট করুন।’
এদিকে এই আধ্যাত্মিক গুরুর এই প্রতিক্রিয়া নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ।
মুবারক আলি নামে একজন এক্স ব্যবহারকারী বজরং দলের পোস্টার বলে দাবি করা একটা পোস্টার শেয়ার করেছেন । যাতে লেখা আছে,’আপনে তৌহার, আপনাসে ব্যবহার । দিপাবলীর কেনাকাটা তার কাছেই করো যারা সেই টাকায় দিপাবলী উদযাপন করতে পারবে ৷’ ওই ব্যবহারকারী লিখেছেন,’যদি আমরা এটা করি তাহলে আমরা ঘৃণা ছড়াচ্ছি, যদি তুমি এটা করো তাহলে এটাই সঠিক । যখন মুসলমানদের কুম্ভে আসতে দেওয়া হচ্ছিল না, তখন আপনি এই বলে পোস্ট করেননি যে এতে দূরত্ব বাড়বে। এটা সব ভুল, তখন তো বলেননি ।’
হরিয়ানার শোনীপথের ওমপ্রকাশ দহিয়া সুদর্শন নিউজের শেয়ার করা উর্দুতে লেখা একটা বার্তা পোস্ট করেছেন । যে বার্তার হিন্দি অনুবাদও লেখা হয়েছে । যেখানে বলা হয়েছে,’হে বিশ্বাসীরা! আমাদের পবিত্র রমজান মাস নিকটবর্তী। এই শুভ উপলক্ষে, আমাদের কেবল মুসলমানদের কাছ থেকে কেনাকাটা করা উচিত। কোনও অবস্থাতেই অমুসলিমদের সাথে কোনও লেনদেন করবেন না। আপনার প্রতিবেশী, বন্ধু, অথবা আপনার পরিচিত কেউ হোক না কেন – কোনও অবস্থাতেই তাদের কাছ থেকে কিনবেন না। আমাদের ধর্মীয় কর্তব্য হল আমাদের মুসলিম ভাইদের ব্যবসাকে শক্তিশালী করা এবং ইসলামী ভ্রাতৃত্ববোধকে উৎসাহিত করা। জামিয়া মসজিদ কমিটি আদেশ জারি করে।’
ম্যাক্স প্রো সনাতনি লিখেছেন,’যতক্ষণ তারা ওয়াকফ সম্পত্তি এবং হালাল অর্থ পেতে থাকবে, ততক্ষণ পর্যন্ত যেকোনো ধরণের আশা বৃথা।’
নসিম আহমেদ শেখ লিখেছেন,’তুমি যেমন ব্যবহার করবে, তেমনি তুমি ফিরে পাবে। যখন হিন্দু সন্ত্রাসীরা প্রায়শই মুসলমানদের বয়কট করেছিল তখন বাগেশ্বর ধীরেন্দ্র শাস্ত্রী কোথায় লুকিয়ে ছিলেন? এগিয়ে আসা উচিত ছিল? আজ, মুসলমানরাও একইভাবে আচরণ করছে । কিন্তু আমরা এটাকে সঠিক মনে করি না। এই বয়কট সমাজ এবং দেশ উভয়ের জন্যই ভালো নয়।’ এছাড়া আরও অনেকেই বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন । রবিবার দুপুর ১:২৬ নাগাদ বাগেশ্বর বাবার এক্স হ্যান্ডেলে ওই পোস্টের পর প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২.২ কে ভিউ হয়েছে । রিপোস্ট হয়েছে ১,২১৬ টি ।।