এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৭ সেপ্টেম্বর : সোমবার ইসলামের নবী মোহাম্মদের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি । তিনি মায়ানমার ও গাজার মুসলমানদের সঙ্গে ভারতীয় মুসলমানদের যুক্ত করেছেন । খামেনি তার এক্স-এর পোস্টে লিখেছেন, ‘ইসলামের শত্রুরা সর্বদা ইসলামী উম্মাহর অধীনে আমাদের সাধারণ পরিচয় সম্পর্কে উদাসীন করার চেষ্টা করে। আমরা যদি মায়ানমার, গাজা, ভারত বা অন্য কোনো দেশের মুসলমানদের দুর্দশা সম্পর্কে অবগত না হই, তাহলে আমরা নিজেদেরকে মুসলমান ভাবতে পারি না।’
এদিকে খামেনির এই মন্তব্যের পরেই ভারতের তরফে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে । ভারতের বিদেশ মন্ত্রণালয় এই বক্তব্যের তীব্র নিন্দা করে বলেছে, ‘আমরা ভারতে সংখ্যালঘুদের সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্যের তীব্র নিন্দা জানাই। এটি ভুল তথ্যের উপর ভিত্তি করে এবং অগ্রহণযোগ্য। ভারতের সংখ্যালঘুদের বিষয়ে মন্তব্য করার আগে তাদের নিজস্ব রেকর্ড পরীক্ষা করা উচিত ৷’
প্রসঙ্গত, ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর যথাযথ হিজাব বিধি না মানায় ২২ বছরের কুর্দি তরুনী মাহাসা আমিনিকে হেফাজতে নিয়ে পিটিয়ে মেরেছিল ইরানের কুখ্যাত নৈতিকতা পুলিশ । তারপর দেশের কট্টর ইসলামি শাসনের মৃত্যুর কামনায় জ্বলে ওঠে সমগ্র ইরান । আন্দোলন দমন করতে বহু নিরীহ নাগরিককে হতাহত করা হয় । বহু তরুন-তরুনীকে ফাঁসিতে ঝোলানো হয় । সোমবার ছিল মাহাসা আমিনির মৃত্যু বার্ষিকী । কিন্তু তার আগেই মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ইরান সরকার । ইরানের মানবিকতার লঙ্ঘন নিয়ে বারবার সতর্কও করে দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন । এহেন একটা দেশের একজন সর্বোচ্চ নেতার অন্য দেশ সম্পর্কে মন্তব্যকে নিছক ভন্ডামি বলে মনে করছে ভারতীয়রা ।।