এইদিন ওয়েবডেস্ক,ইয়েমেন,০৭ সেপ্টেম্বর : দক্ষিণ-পশ্চিম ইয়েমেনের আবিয়ান প্রদেশে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদা ও সেনার বন্দুক যুদ্ধে কমপক্ষে ৬ জন সন্ত্রাসবাদী খতম হয়েছে । মৃত্যু হয়েছে ১০ জন সেনার । সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আল-নাকিব জানিয়েছেন, সন্ত্রাসবাদী সংগঠনটির সদস্যরা মঙ্গলবার সামরিক গাড়িতে চড়ে এসে গ্রেনেড, হালকা ও মাঝারি অস্ত্র নিয়ে আহওয়ার জেলার একটি নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা চালায় । আল-কায়েদা সন্ত্রাসবাদী ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছে । “সন্ত্রাস বিরোধী ব্রিগেড”-এর কমান্ডার ইয়াসির নাসের শায়ে ( Yasser Nasser Shaye)সহ তার বেশ কয়েকজন সঙ্গীও হামলায় নিহত হয়েছেন । নিরাপত্তা চেকপয়েন্ট পরিচালনাকারী বেশ কয়েকজন সদস্যও আহত হয়েছেন বলে তিনি জানিয়েছে ।
প্রসঙ্গত,২০১৫ সাল থেকে ইয়েমেনে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে সৌদি আরব সমর্থিত ইয়েমেন ভিত্তিক আল-কায়েদা ইন আরব পেনিনসুলা (একিউএপি) এবং ইরান সমর্থিত হুথিদ (Houthis ) । গত সপ্তাহে ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজের কাছে হুথি হামলায় ১০ ইয়েমেনি সৈন্য নিহত হয়েছিল । আহত হয়েছিল বেশ কয়েকজন সৈন্য । সরকার বলেছে, ওই সন্ত্রাসবাদী সংগঠনের লক্ষ্য ছিল ২০ লাখ জনসংখ্যা বিশিষ্ট দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওই শহরটির মূল পথ বন্ধ করে দেওয়া ।।