এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ মে : বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনা কলকাতায় এসে নৃশংসভাবে খুন হয়েছেন। কলকাতার নিউটাউনের সঞ্জিভা গার্ডেনের বি ইউ ব্লকের ৫৬ নম্বর ফ্ল্যাটে তাকে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহ টুকরো টুকরো করে ট্রলিব্যাগে ভরে বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়ে আসে ঘাতক । আজও তার দেহাংশ উদ্ধার হয়নি । এদিকে এই ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে । তদন্তকারী দল জানতে পেরেছে যে ব্যবসায়িক দ্বন্দ্বের কারনে এমপি আনারকে হত্যার পরিকল্পনা করেছিল বাংলাদেশের বাসিন্দা আক্তারুজ্জামান শাহীন নামে এক ব্যক্তি । আর ওই ব্যক্তি তার বান্ধবী শিলাস্তি রহমাননামে এক তরুণীকে হনিট্রাপ হিসাবে ব্যবহার করেছিল । শিলাস্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশ সূত্রে খবর, শিলাস্তি রহমান এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের বান্ধবী। কলকাতার যে ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে, ১৩ মে সেখানে দুজন পুরুষ ও একজন মহিলা প্রবেশ করেছিল । এক দিন ওই ফ্লাটে থাকার পর ফ্ল্যাট থেকে বের হয়ে আসেন এক পুরুষ ও এক মহিলা । মনে করা হচ্ছে যে ওই মহিলাই শিলাস্তি রহমান। ১৩ মে তিনি আমানুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢুকে থাকতে পারেন বলে অনুমান বাংলাদেশ পুলিশের ।
ঢাকার ডিবি সূত্রও বলছে, তাদের সন্দেহ ওই তরুনীই শিলাস্তি রহমান। কারণ তিনি ১৫ মে বিমানে দেশে ফেরেন। তার সঙ্গে দেশে ফেরেন মূল ঘাতক আমানুল্লাহ । মনে করা হচ্ছে, হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন এমপি আনারকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য শিলাস্তি রহমানকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছিলেন। কারণ, সব পূর্ব পরিকল্পনা অনুযায়ী আনোয়ারুল আজিম আনাকে হত্যার পর শাহীন ১০ মে দেশে ফিরে এলেও শিলাস্তি থেকে যান কলকাতায় । পরে ওই তরুনী ১৫ মে বিমানে দেশে ফিরে আসেন ।।