এইদিন ওয়েবডেস্ক,বিহার,৩০ এপ্রিল : নিকাহের পর স্ত্রীকে নিয়ে বাড়ি যাচ্ছিল এক মুসলিম যুবক । কিন্তু তার স্ত্রীর হিন্দু প্রেমিক এবং তার বন্ধুরা গাড়ি আটকায় । তারা মুসলিম যুবকের স্ত্রীকে তুলে নিয়ে যায় । স্ত্রীর হিন্দু প্রেমিক মুসলিম যুবককে বলে,’আমার সন্তান তোমার স্ত্রীর গর্ভে আছে ।’ বিহারের সরণের ঘটনা । আখলাক নামে ওই মুসলিম যুবকের অভিযোগ যে তার স্ত্রীর হিন্দু প্রেমিক তাকে মারধরের সময় সে তার স্ত্রীর গর্ভে বেড়ে ওঠা শিশুটিকে আঘাত করেছে।
আখলাক নামে ওই মুসলিম যুবক আসামের বাসিন্দা । তবে তার পৈতৃক বাড়ি সরণে এবং এখানকার বাসিন্দা নাগমা নামে ওই তরুনীকে সে নিকাহ করে । কিন্তু নিকাহের পর যখন সুসজ্জিত চারচাকা গাড়িতে স্ত্রীকে নিয়ে যাচ্ছিল তখনই কিছু লোক তার গাড়ি থামিয়ে তাকে মারধর শুরু করে। তারা পিস্তল দেখিয়ে তার স্ত্রীকে টেনে অন্য গাড়িতে তুলে নিয়ে যায় ।
থানায় অভিযোগের পর পুলিশ নাগমাকে আটক করেছে। তাকে সিঁদুর পরা অবস্থায় পাওয়া গেছে। বলা হচ্ছে যে সে দীর্ঘদিন ধরে এক হিন্দু ছেলের সাথে প্রেম করছে নাগমা । তার প্রেমিক এখনও পলাতক। পুলিশ তাকে খুঁজছে। যদিও মেয়েটি পুলিশকে জানিয়েছে যে সে নিজের ইচ্ছায় যায়নি ।।