এইদিন ওয়েবডেস্ক,রাজস্থান,২৭ নভেম্বর : উত্তরপ্রদেশের সম্বলের জামে মসজিদ নিয়ে বর্তমানে তোলপাড় চলছে । সমীক্ষক দলের উপর মুসলিমদের হামলার পর ইউপির সম্বল দেশজুড়ে সংবাদের শিরোনামে রয়েছে । এরই মধ্যে আলোচনায় এসেছে রাজস্থানে অবস্থিত আজমির দরগাহ। দরগা ভবনের জায়গাটিতে আগে শিবের মন্দির ছিল বলে যখন থেকে দাবি করা হয়েছিল তখন থেকেই বিতর্ক চলছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) আদালতে এ বিষয়ে শুনানি হয়। শুনানির সময়, হিন্দুপক্ষ দরগা প্রাঙ্গনের এএসআই (আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া) সমীক্ষার দাবি করেছে। এখন এই মামলার পরবর্তী শুনানি আজ বুধবার (২৭ নভেম্বর) করার সিদ্ধান্ত নিয়েছে আদালত। তবে এই ক্ষেত্রে আদালত যদি সমীক্ষার আদেশ দেয়, তবে সম্বল মসজিদের পরে আজমির দরগাহেরও জরিপ করা হবে ।
শুনানির সময় হিন্দু পক্ষের পক্ষ থেকে প্রমাণ হিসেবে একটি বই পেশ করা হয়। ১৯১০ সালে প্রকাশিত এই বইটি দাবি করে যে আজমির দরগাহের জায়গায় আগে একটি হিন্দু মন্দির ছিল। আজমিরের সিভিল কোর্ট আজ এই বিষয়ে আরও শুনানি হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। বইটি ছাড়াও, হিন্দু দলটি আরও অনেক নথি উপস্থাপন করেছে এবং দাবি করেছে যে আজমির দরগার এএসআই জরিপ করা উচিত এবং দরগাটির স্বীকৃতি বাতিল করা উচিত এবং হিন্দু সম্প্রদায়কে সেখানে পূজা করার অধিকার দেওয়া উচিত।
হিন্দু পক্ষের দায়ের করা একটি পিটিশনে দাবি করা হয়েছে যে আজমিরের খাজা গরীব নওয়াজের দরগাহের জায়গায় আগে মহাদেবের মন্দির ছিল। তাই দরগাহের স্বীকৃতি বাতিল করে মন্দির হিসেবে অনুমতি দিতে হবে এবং দরগা কমিটির অবৈধ চাপ দূর করতে হবে। এ ছাড়া এই পিটিশনে এএসআইকে মাজার চত্বর জরিপ করে সেখানে পূজার অনুমতি দেওয়ার দাবি করা হয়েছে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হিন্দুত্ববাদী দলের এক নেতা বলেন, ‘আশা করি আগামী বুধবার আমাদের পক্ষে রায় আসবে। মাজারের পক্ষগুলোকে নোটিশ জারি করে জরিপের দাবি পূরণ করা হবে। এর পরেই পরিস্থিতি সবার সামনে পরিষ্কার হবে, তবে এখন এ বিষয়ে পরবর্তী শুনানি হবে কি না, তা ঠিক করবে আদালত।।