এইদিন ওয়েবডেস্ক,বাগদাদ,০৫ জানুয়ারী : ইরাকের রাজধানী বাগদাদে ইরান সমর্থিত শিয়া সন্ত্রাসী গোষ্ঠীর সদর দফতরে বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে গোষ্ঠীটির এক শীর্ষ কমান্ডারসহ অন্তত চারজন খতম হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন সন্ত্রাসবাদী । বৃহস্পতিবার এই বিমান হামলার ঘটনাটি ঘটেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবর ।
ইরাক ও শিয়া সন্ত্রাসী গোষ্ঠীটির অভিযোগ, আমেরিকার বিমানবাহিনী এই হামলা চালিয়েছে । যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন। সিরিয়া ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর একের পর এক আক্রমণের মধ্যেই পাল্টা বিমান হামলা চালানো হল । তবে ইসরাইল নাকি যুক্তরাষ্ট্র- কারা এ হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয় ।
গাজায় ইসরাইলি বাহিনীর অভিযানের জেরে সিরিয়া ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানপন্থি সন্ত্রাসী গোষ্ঠীর একের পর এক হামলার মধ্যেই এবার শিয়া সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান কার্যালয়ে বিমান হামলার ঘটনা ঘটল। তাই স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রই এ হামলা চালিয়ে থাকতে পারে বলে মনে করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো ।
এদিকে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে এর তীব্র নিন্দা জানিয়েছে ইরাক সরকার। বিমান হামলার পাল্টা প্রতিশোধের ঘোষণা করেছে ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী । এজন্য মার্কিন সেনাদের চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা ।
এর আগে গত ডিসেম্বরে মার্কিন সেনাদের ওপর হামলার পাল্টা জবাব হিসেবে ইরাকে বিভিন্ন ইসলামকে সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। গত অক্টোবরে ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে এযাবৎ ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে শতাধিক হামলা চালিয়েছে ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলি । যার পালটা প্রতিক্রিয়া জানাচ্ছে আমেরিকা ও ইসরায়েল ।।