এইদিন ওয়েবডেস্ক,হনুমানগড়(রাজস্থান),০৮ মে :
রবিবার রাজস্থানের হনুমানগড়ে বিমান বাহিনীর একটি মিগ-২১ বিমান বিধ্বস্ত হয়েছে । প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি একটি বাড়ির ছাদে বিধ্বস্ত হয় । এই দুর্ঘটনায় ২ জন মহিলার মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও এক ব্যক্তি । তবে বিমানের দুই পাইলটই নিরাপদে আছেন । বিমানটি রাজস্থানের সুরাতগড় থেকে উড্ডয়ন করেছিল বলে জানা গেছে । উল্লেখ্য,এর আগে ২০২২ সালের জুলাই মাসে প্রশিক্ষণের সময় রাজস্থানের বারমেরের কাছে একটি মিগ-২১ বিমান বিধ্বস্ত হয়েছিল । সেই দুর্ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) দুই পাইলট শহীদ হন ।
রাশিয়ার তৈরি মিগ-২১ যুদ্ধ বিমান দীর্ঘকাল ধরেই ভারতীয় বায়ুসেনার প্রধান ভিত্তি । এই বিমানকে ১৯৬০ সালে ভারতীয় বিমানবাহিনীতে সামিল করা হয় । তবে বিমানের নিরাপত্তার রেকর্ড খুবই খারাপ । ২০২২ সাল পর্যন্ত ২,০০০ টি দুর্ঘটনার জন্য দায়ী এই বিমান । ফলে এখনো এই বিমানকে বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করে রাখা নিয়ে প্রশ্ন উঠছে । এযাবৎ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। গত বছরের মার্চ মাসে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট রাজ্যসভায় বলেছিলেন যে গত পাঁচ বছরে তিনটি পরিষেবার বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনায় ৪২ জন প্রতিরক্ষা কর্মী মারা গেছেন । গত পাঁচ বছরে মোট ৪৫ টি বিমান দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে ২৯ টি বিমান ভারতীয় বিমান বাহিনীর ।।