এইদিন স্পোর্টস নিউজ,১২ জুন : মঙ্গলবার রাতে ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার রাউন্ড-২ এর খেলায় প্রতারণা করদ ভারতের বিরুদ্ধে জিতেছে কাতার । কাতারকে পূর্ণ সঙ্গ দিয়েছে ম্যাচ রেফারি কিম উ-সুং।ম্যাচে রেফারির জঘন্য সিদ্ধান্তের প্রতিবাদে এবার ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ফিফা)-কে চিঠি লিখে হস্তক্ষেপ দাবি করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, সংস্থার তরফে ফিফা হেড অফ কোয়ালিফায়ার্স, এএফসি হেড অফ রেফারিস, এএফসি হেড অফ কম্পিটিশনস ও ভারত-কাতার ম্যাচের কমিশনারের কাছে বিতর্ক নিরসনের জন্য অবিলম্বে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন যে ফিফার নিয়ম মেনে ভারত-কাতার ম্যাচের ফের আয়োজন করা হোক ।
প্রসঙ্গত,মঙ্গলবার রাতে ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার রাউন্ড ২-এ কাতারের কাছে হেরেছে ভারত। ভারতীয় দল ২-১ গোলে হেরে যায়। দোহায় আয়োজিত এই ম্যাচে একটি গোল ছিল খুবই বিতর্কিত। কারণ ছিল কাতারের এক খেলোয়াড়। এ নিয়ে ব্যাপক তোলপাড় হয়। কিন্তু রেফারি কাতারের পক্ষে রায় দেন। বলা যেতে পারে এই ম্যাচে ভারতের সাথে একটি ফাউল খেলা হয়েছিল এবং ম্যাচ রেফারির এই সিদ্ধান্তের কারণে ভারত বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙ্গে গেছে ।
আসলে, ম্যাচের ৭৩তম মিনিটে কাতারের হয়ে একটি গোল করেন ইউসুফ আয়মান। বল লাইনের বাইরে চলে যাওয়ায় গোলটি ছিল অত্যন্ত বিতর্কিত। তবে কাতারি ডিফেন্ডার আল হাসান লাইনের ভেতরে বল টেনে ইউসুফের কাছে পাস দেন। ইউসুফ কোনো ভুল করেননি এবং গোল করেন। মাঠের আম্পায়ারও এটাকে গোল ঘোষণা করেন। এর আগে দলের স্কোর ছিল ১-১। গোলের পর কাতার আরও একটা গোল করে ২-১ ব্যবধানে ভারতের বিপক্ষে ম্যাচ জিতে যায় । রেফারি এটাকে ন্যায্য গোল ঘোষণা করলে ভারতীয় দল অনেক প্রতিবাদ করে। এর পরে রেফারি কিম উ-সুং লাইনম্যানের সাথে কথা বলেন এবং গোলটি বৈধ বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, কোয়ালিফায়ার ম্যাচে ভিডিও সহকারী রেফারির মতো কোনো ব্যবস্থা নেই। সেক্ষেত্রে মাঠে রেফারির সিদ্ধান্তই সঠিক বলে বিবেচিত হয়। এই বিতর্কিত সিদ্ধান্তে ভারতকে বিশাল ক্ষতির মুখে পড়তে হয়েছে এবং বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে দিয়েছে।।