এইদিন ওয়েবডেস্ক,আহমেদাবাদ,২৪ ফেব্রুয়ারী : রবিবার (২৩ ফেব্রুয়ারি) আহমেদাবাদের খোখারা এলাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় উদযাপনকারী হিন্দুদের উপর পাথর ছুঁড়ে মারেছে মুসলিম জনতা। বিরাট কোহলির অপরাজিত সেঞ্চুরিতে ভারত পাকিস্তানকে ৬ উইকেটে হারাতে সাহায্য করার পর, আহমেদাবাদের খোখারা এলাকায় অবস্থিত অনুপম সিনেমার কাছে হিন্দুরা পটকা ফাটিয়ে এবং স্লোগান দিয়ে উদযাপন করছিল। সেই সময় মুসলিমদের ১৫-২০ জনের একটি দল এসে পাথর ছুঁড়তে শুরু করে।
খবরে বলা হয়েছে, প্রথমে দুই মুসলিম বাইক আরোহীর মধ্যে আতশবাজি নিয়ে তর্ক হয় এবং তারপর তারা পালিয়ে যায়। কিছুক্ষণ পর, সে বেশ কিছু লোক সাথে ফিরে এসে হিন্দুদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। একজন স্থানীয় জানিয়েছেন যে হামলায় ৬-৭ জন আহত হয়েছেন, যার মধ্যে একজন যুবকের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পাথর ছুঁড়ে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকায় প্রচুর পুলিশবাহিনী মোতায়েন করা হয় । এখনও কোনও গ্রেপ্তার বা এফআইআর করা হয়নি। আহতদের চিকিৎসা অব্যাহত রয়েছে।।