এইদিন ওয়েবডেস্ক,আহমেদাবাদ,১৫ মার্চ : প্রকাশ্যে ময়লা-আবর্জনা ফেলা আটকাতে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে গুজরাটের আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন । মঙ্গলবার আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগ শহরের চাসওয়ালে, মণিনগর, হোটেল সিলভার স্প্রিং, দানিলিমদা, গায়ত্রী পাস্তি ভান্ডার, খোখরা, ইন্দ্রপুরী প্রভৃতি এলাকায় পরিদর্শনে বেড়িয়েছিল । তখন প্রকাশ্যে ময়লা-আবর্জনা ফেলার সময় ১০ জন স্থানীয় দোকানদারকে হাতেনাতে ধরে ফেলে তারা । এর জেরে মোট ১০টি দোকান সিলগালা করে দেওয়া হয় । এছাড়া প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে ৩৩ হাজার টাকা করে জরিমানা আদায় করেছে পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগ ।
সিল করা দোকানগুলি হল ইন্দ্রপুরী এলাকায় জনতা ট্রেডার্স,ঈশানপুর এলাকার শ্রী হরসিদ্ধ মেডিকেল, ধনরাজ অটো মোবাইলস, শুভ লক্ষ্মী জেনারেল স্টোর । এছাড়া বহরমপুরা এলাকার নোবেল প্যান পার্লার, গুজরাট টি স্টল এবং বার্সেলোনা হাউসও সলিড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট টিম সিল করে দিয়েছে পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অধিদফতরের টিম ।
উল্লেখ্য,গত এক সপ্তাহে পুর এলাকার জোন ও ওয়ার্ড মিলে ২৩৪ টি জায়গায় তল্লাশি চালিয়ে ১১৬টি দোকানকে নোটিশ করেছে আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন । পরিবেশ নোংরা করার জন্য দোকানগুলিকে ১৭,৯০০ টাকা করে জরিমানা আদায় করা হয় ।।