শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৪ এপ্রিল : লোকসভার নির্বাচন যত এগিয়ে আসছে ততই সক্রিয় হচ্ছে রাজনৈতিক দলগুলির দুষ্কৃতী বাহিনী । আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে তারা মজুদ করে রাখছে বোমা ও বন্দুক । পূর্ব বর্ধমান জেলার মন্তেস্বরে শনিবার বেশ কিছু তাজা বোমা উদ্ধার ঘিরে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায় । জানা গেছে মন্তেশ্বর থানার গলাতুন গ্রামের ঘোষপাড়ায় জনৈক এক কৃষকের খড়ের পালুয়ের পাশে ৮ থেকে ১০ টি তাজা বোমা থাকতে দেখে গ্রামবাসী । খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ গিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে । পরে দুর্গাপুর থেকে বোম স্কোয়াড এসে বিকালের দিকে ফাঁকা মাঠে বোমাগুলো নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে । কে বা কারা বোমা গুলিকে মজুদ করে রেখেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গলাতুন ঘোষপাড়ার বাসিন্দা উৎপল চক্রবর্তী নামে এক কৃষকের বাড়ির পাশেই রয়েছে খামার বাড়ি । বাড়ির সীমানা পাঁচিলের পাশে খড়ের পালুই রয়েছে তার । শনিবার সকালে বিশেষ কাজে উৎপল বাবুর বাড়িতে গিয়েছিলেন গোপাল মাঝি নামে এক ব্যক্তি । সেই সময় তার শৌচকর্ম করার প্রয়োজন হলে তিনি উৎপলবাবুর খামার বাড়িতে চলে আসেন । ঘরের পালুই ও বাড়ির সীমানা পাঁচিলের মাঝে গলিতে তিনি গেলে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন । ওই বোমাটির পাশেই খড়ের কুটি দিয়ে ঢাকা আরও কিছু বোমা নজরে পড়ে তার । তিনি তৎক্ষণাৎ ফিরে এসে উৎপলবাবুকে ঘটনার কথা জানান । এদিকে বোমার কথা চাওড় হতেই বেশ কিছু লোকজন জড়ো হয়ে যায় সেখানে । পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মন্তেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী । পুলিশ গোটা এলাকায় ঘিরে ফেলে বোম স্কোয়াডকে খবর দেয় । পরে বোম স্কোয়াড এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে ।।