এইদিন ওয়েবডেস্ক,রাঁচি,১৬ এপ্রিল : বুধবার রামনবমী উদযাপনের আগে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে । রামনবমীর শোভাযাত্রায় হামলার আশঙ্কায় পুলিশ ড্রোন ক্যামেরা দিয়ে সমস্ত ছাদ পরিদর্শন করছিল । আর তখনই মুসলিম সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়ির ছাদে প্রচুর মজুত ইঁট-পাথর নজরে পড়ে পুলিশের । ছাদ থেকে ইঁট-পাথর সরিয়ে নেওয়ার জন্য রাঁচি পুলিশ একটি নোটিশ জারি করেছে । এর পাশাপাশি নির্মাণাধীন বাড়ির মালিকদের কাছ থেকে মুচলেকা নিয়েছে যে তাদের নির্মাণ সামগ্রী সহিংস কর্মকাণ্ডে ব্যবহার করতে দেবে না । রাঁচি পুলিশ ড্রোন ব্যবহার করে এমন অন্তত ১০টি বাড়ি খুঁজে পেয়েছে বলে দাবি করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । এই বাড়িগুলি রাঁচির মেইন রোড, লেক রোড এবং হিন্দ জেনারেশন এলাকার ।
ওপি ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে,রাঁচি কোতোয়ালির ডেপুটি এসপি প্রকাশ সোয়ে ড্রোন নজরদারি নিয়ে মিডিয়ার সাথে কথা বলেছেন। তিনি বলেছিলেন যে ড্রোন এবং অন্যান্য স্তরে নজরদারি চালানোর মূল কারণ হল রাম নবমীর উৎসব যা ২ দিন ধরে চলে। যেসব এলাকা থেকে মিছিলের রুট নির্ধারণ করা হয়েছে বা স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে সেসব এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে । তিনি বলেন, কেউ যেন গুন্ডামি না করে সে জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে।
পাশাপাশি ডেপুটি এসপি বলেছেন, ড্রোন পর্যবেক্ষণে কিছু ছাদে ইট-পাথর পাওয়া গেছে, সেগুলো অবিলম্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। যে বাড়িগুলির ছাদে মজুত ইঁট-পাথর দেখা গেছে কি উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। সব বাড়ির মালিকদের অবিলম্বে ইট-পাথর সরানোর নির্দেশ দিয়ে নোটিশ জারি করা হয়েছে। পাথর ব্যবহার করে কোনো সহিংস কর্মকাণ্ড ঘটলে তাদের দায়ী করা হবে বলেও তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ।
ডেপুটি এসপি আরও বলেন,নবমী পর্যন্ত নির্মাণাধীন বাড়ির ছাদ পরিষ্কার রাখার নির্দেশও দেওয়া হয়েছে ।এর পাশাপাশি কিছু স্পর্শকাতর বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হবে । এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো বা যেকোনো ধরনের অপরাধমূলক তথ্য শেয়ার করা বন্ধ করতে পুলিশ একটি নম্বরও জারি করেছে। শোভাযাত্রায় অস্ত্র না তোলা বা অন্য কোনো সম্প্রদায়কে আঘাত করে এমন কোনো স্লোগান বা গান না বাজানোর নির্দেশও দিয়েছে পুলিশ ।
ঝাড়খণ্ডে রামনবমীর শোভাযাত্রায় হামলার ঘটনা নতুন নয় । এর আগে ২০২২ সালের এপ্রিল মাসে ঝাড়খণ্ডের লোহারদাগা এবং বোকারোতে রামনবমীর শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটেছিল । সেই হামলায় আহত হয়েছিল বহু পূণার্থী । হামলা হয়েছিল একটি মেলা ও রাজধানী এক্সপ্রেস ট্রেনেও ।।