এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৪ ডিসেম্বর : পার্শ্ববর্তী ব্লকের এক যুবতীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল যুবকের৷ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই ঠিক হয়েছিল বিয়ের দিন । কিন্তু দুই দিন নিখোঁজ থাকার পর বাড়ির অদূরে একটি পুকুর থেকে উদ্ধার হল যুবকের পা বাঁধা দেহ । পূর্ব বর্ধমান জেলাএ কাটোয়ার ঘটনা । পুলিশ জানিয়েছে,মৃত যুবকের নাম কার্তিক মাঝি(৩০) । কাটোয়া পুরসভার ৭ ওয়ার্ডের ভূতনাথতলায় তার বাড়ি । মৃত যুবকের পরিবারের অভিযোগ যে কার্তিককে খুন করা হয়েছে । তবে খুনের কারন নিয়ে ধন্দ্বে পরিবার । আজ শুক্রবার সকালে যুবকের দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । পুলিশ জানিয়েছে,ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।
জানা গেছে,কাটোয়া পুরসভার ৭ ওয়ার্ডের ভূতনাথতলার বাসিন্দা কার্তিক মাঝি শহরের একটি ওষুধের দোকানে কাজ করতেন। সম্প্রতি মঙ্গলকোটের এক যুবতীর সঙ্গে দেখাশোনা করে তাঁর বিয়ে ঠিক হয়। ডিসেম্বর মাসের ৫ তারিখে ছিল বিয়ের দিন । কিন্তু বুধবার হঠাৎ নিখোঁজ হয়ে যান কার্তিক । অনেক খোঁজাখুঁজি করেও যুবকের কোনো সন্ধান পায়নি পরিবার । শেষে আজ সকালে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি পুকুর পা বাঁধা অবস্থায় তাকে ভাসতে দেখা যায় । খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । পরিবারের অভিযোগ, কার্তিককে পা বেঁধে পুকুরের জলে ফেলে দিয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে । তবে ঠিক কারা বা কি কারনে তাকে খুন করেছে,সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি পরিবার । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এদিকে যখন আনন্দ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল তার মধ্যেই এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ।।
The report is written by journalist Dibyendu Roy, who has been associated with journalism in print and online media for a long time.

