আগুন রঙের মোহে ‘আগুন-পাখি’ হতে চেয়েছি,
খিদের আগুন নিয়ে আগুনপাখি হওয়া কি মুখের কথা!
এটাও জানা নেই জীবন্তলাশ হয়ে যাপনের চিতায় কতদিন পুড়লে কেউ আগুনপাখি হতে পারে!
আসলে একটা নতুন শরীর পাওয়ার লোভে–
সবকিছু যদি নতুন করে আবারও শুরু করতে পারতাম।
আগুনের মায়ায় পড়ে বোকার মতন–
কমলা লেবুর খোসার রঙটা বহুবার মন টেনেছে,
একদৃষ্টে লেবুর দিকে তাকিয়ে বসে থেকেছি ঘন্টার পর ঘন্টা।
লেবুর সুবাসে অ্যাপেটাইট বেড়েছে শুধুই
এমনটাও হয়েছে খেয়ে হজম হয়নি,বমি হয়ে গেছে!
তবুও খামখেয়ালীপনায়–
ডাল সমেত বুকে জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছে জেগেছে,
চুমুতে চুমুতে ভরিয়ে দিয়ে!
গাছের মালিক রাজি হয়নি–লেবুর কাঁটায় রক্তারক্তি কান্ড।
তারপরও কমলালেবু প্রিয় হয়ে গেছে শুধু আগুন ভালোবেসে–
কিন্তু আগুন রঙের পোশাক পরতে সাহস হয়নি,
সবাই বলেছে আগুন রঙ নাকি আমাকে একদম মানায় না!
আগুন রঙ ভালোবেসে–
কতবার পৌষের উঠোন থেকে রোদ্দুর চুরি করেছি,
মিঠে নির্যাসটুকু মনেপ্রাণে মেখেছি–
শরীরের পিএইচ ব্যালেন্স ঠিক রেখে,সব ঢেকে–
হয়েছি অবশেষে লীনতাপে বিলীন।
উষ্ণতা অপরিবর্তিত রেখে হয়েছে অবস্থার পরিবর্তন!
তবুও নিজের ভালোলাগা,ভালোবাসার বিসর্জন দিইনি,
অভিযোগের আদালতে কোনো আক্ষেপও রাখিনি–
আমার প্রিয় ফল–সারাবছর আমি কিনে খাই,
ভেবেছি এবার একটা কমলালেবুর গাছ লাগাবো
একটা পাহাড়ও কিনবো–
কমলার সুবাসে,রঙ-রূপ-রসে আমি হয়েছি পাগল যে!
এদিকে আগুন ভালোবেসে ঝাঁপ দিতে না’পেরে,
চাহুনির আগুনে ঝলসে–
আলো মেখে সারা শরীরে অন্ধকারের সাথে লুকোচুরি খেলি–
চেয়েছিলাম যে পতঙ্গের মত আগুনে জ্বলে পুড়ে মরতে!
আসলে অপশন পেলেই প্রতিস্থাপন করতে শিখিনি,
নতুনকে আপন করতে পুরোনো কে পারিনা যে ভুলতে–
অনুভবে যত্নে আগলাতে জানি এভাবেই ভালোবাসা’কে ;
কি করবো ভালোবেসে ফেলেছি, মন পাল্টাতে পারবোনা।
ভালোবাসি আমি শুধু আগুনকে–
অনন্তকাল ভালোবেসে যাওয়া শুনি কে সহজ নয় বলে!