এইদিন ওয়েবডেস্ক,বার্সেলোনা,২১ নভেম্বর : শারিরীক সমস্যার কারনে আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলকে চিরতরে বিদায় জানাতে চলেছেন বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো । অক্টোবর মাসের শেষ সপ্তাহে বার্সেলোনার হয়ে খেলার সময় তাঁর হৃদযন্ত্রের সমস্যা হয় । তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় । তখনই চিকিৎসকরা আগুয়েরোকে সতর্ক করে দিয়েছিলেন ফের মাঠে ফিরলে সমস্যা আরও জটিল আকার ধারন করতে পারে । সেই কারনে এবার আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আগুয়েরো ।
যদিও এই বিষয়ে আগুয়েরোর তরফ থেকে কোনও বয়ান পাওয়া যায়নি । তবে স্পেনের প্রসিদ্ধ ক্রীড়া সাংবাদিক জেরার্ড রোমেরো গত শনিবার এই বিষয়ে ট্যুইট করে জানিয়েছেন, ‘সার্জিও আগুয়েরো অবসর নিচ্ছেন । হৃদযন্ত্রের সমস্যার কারনে তাঁকে অবসর নিতে বাধ্য করছে । আগামী সপ্তাহে একটি সংবাদ সম্মেলন করে তিনি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন । টুইটে এ নিয়ে আমরা আলোচনা করব ।’ উল্লেখ্য,বার্সেলোনার হয়ে মাত্র ৫টি ম্যাচ খেলেছেন আগুয়েরো । ক্যাম্প ন্যুয়ে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে একটি গোল করেছেন ।চ্যাম্পিয়নস লিগ এবং লা লিগা মিলিয়ে বার্সেলোনার হয়ে মাত্র ১৬৫ মিনিট খেলেছেন আগুয়েরো । এত দ্রুত ফুটবলকে বিদায় জানাতে বাধ্য হওয়ায় হতাশ আগুয়েরোর শুভানুধ্যায়ী ও ফুটবল প্রেমী মানুষ ।।