আকাশের ভাঁজে ভাঁজে সোনালি রোদের আভা
শরতের রোদে শিউলির সুখে আগমনীর সুরেলা ছন্দ।
রাতের গভীর অভিমানের ঘোর কেটে
ভোরের শীতল স্নিগ্ধতা,
তোমার কি মোনোক্রমে ভাসে কোন ছবি?
কোন সুখের স্মৃতি-সঙ্গ তোমার উপত্যকায়
জোয়ার-ভাটার ঢেউ।
ঝরা পাতার মতো অভিমানী থেকো না,
নতুন ভোরে সদ্যজাত ফোটা শিউলির কথা ভাবো একবার শুধু
প্রথম থেকে শুরু হল পাতা ঝরার অকৃত্রিম নিয়মের পরে।
প্রতিকূলে নিত্য দগ্ধ মানুষের দাবানল
ফুটপাতে-বস্তিতে দগ্ধ ঘাম-রক্ত-জল
জাতিভেদ ধর্মের তরজায় বদ্ধ জীবন
নারী-পুরুষ সকলে পাশাপাশি কাঁধে কাঁধ হাতে হাত রেখে
এগিয়ে বিশ্বায়ন।
প্রাণের অনুভূতিতে সজীবতায়
ভোরের আজানে মিশিয়ে দাও আগমনীর সুর।।