এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ মার্চ : আজ সোমবার ফুরফুরা শরিফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । সরকারি উদ্দ্যোগে আয়োজিত ইফতারে তিনি যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে । সেইখানেই যোগ দিতে যাচ্ছেন তিনি ফুরফুরার পীরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে একান্তে সাক্ষাৎ করবেন বলেও জানা গিয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠক করেছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির সঙ্গেও । কিন্তু ২০২৬ সালের বিধানসভার ভোটের ঠিক আগেই মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরিফ পরিদর্শক নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল । তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করেছেন,’ফুরফুরা শরীফের পাশাপাশি সিঙ্গুরের টাটাদের জমি দাতাদের বাড়ি যাবেন না ?’
আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফুরফুরা শরীফ পরিদর্শন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বড়সড় পোস্ট করেছেন অগ্নিমিত্রা পাল । তিনি লিখেছেন, ‘মাননীয়া আজ আসছেন ফুরফুরা শরীফের উন্নয়নের জন্য পীরজাদাদের সাথে বৈঠক করতে। আপনার অভিধানে তো আবার উন্নয়ন মানে শুধুই ‘ভাতা’। তা মাননীয়া আপনি তো প্রায় ১৪ বছর ক্ষমতায় আছেন, হঠাৎ ফুরফুরা শরীফের উন্নয়নের কথা এখন মাথায় এলো কেন? এতদিনেও বা করেননি কেন ? ও ভোট আবহাওয়া তে মুসলিম ভোট ব্যাংকের সুনিশ্চিতকরণের জন্য। তা বেশ! আপনার কথায় তো ‘যে গরু দুই দেয় তার লাথি খাওয়াও ভাল’। এর থেকেই বোঝা যায় আপনি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভাই বোনদেরকে কি নজরে দেখেন।’
তিনি লিখেছেন,’তা মাননীয়া আপনি তো সবার মুখ্যমন্ত্রী আপনি ফুরফুরা শরীফের উন্নয়নের জন্য যাচ্ছেন ভাল কথা। একবার সিঙ্গুরের টাটাদের জমি দাতাদের বাড়ি যাবেন না? যারা আপনার কথায় জমি অধিগ্রহণের বিরুদ্ধে দাড়িয়ে আপনাকে মসনদে বসিয়ে ছিল। খোঁজ নেবেন না তাদের? খোঁজ নেবেন না জমি দাতাদের কতজনের বাড়ির পুরুষরা আজ পরিযায়ী শ্রমিক হয়ে ঘর ছাড়া? তা নেবেন কেন, সিঙ্গুর, নন্দীগ্রাম আন্দোলনের যে রথে চড়ে আপনি সিংহাসনে বসেছিলেন তারাই আজ ব্রাত্য। আপনার কাছে আপনার দুধেল গাইরাই তো সর্বস্ব।’
মমতা ব্যানার্জির উদ্দেশ্যে অগ্নিমিত্রা প্রশ্ন করেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি যখন “ভোকাল ফর লোকাল” এর ডাক দিয়ে দেশীয় দ্রব্য কে বিশ্বের দরবারে নিয়ে যাচ্ছেন, তখন আপনি পারতেন না হুগলির ধনেখালী তাঁতকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে? পারতেন না হাওড়া – হুগলি শিল্পাঞ্চলকে পুনরায় চালু করতে ?’
সব শেষে তিনি লিখেছেন,’জানি আপনি পারবেন না। কারণ আপনি তো সিপিএম-এর মেধাবী ছাত্রী। আপনার পূর্বসরীর ছেড়ে যাওয়া চটি তেই তো আপনি আপনার পা গলিয়েছেন। ৪৮ (৩৪+১৪) বছর ধরে অপশাসনের আগুনে পোড়া এই পশ্চিমবঙ্গকে আবার সোনার বাংলাতে করতে পারে একমাত্র বিজেপি। প্রধানমন্ত্রীর সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস, ডাকে সারা দিয়ে উওর প্রদেশ, ওড়িশা, বিহার, রাজ্য গুলিতে যেমন সর্বত্র উন্নয়নের কর্মকান্ড চলছে। এই রাজ্যেও এমন টাই হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।’
প্রসঙ্গত,তৃণমূল ক্ষমতায় আসার পর এই নিয়ে তিনবার ফুরফুরায় যাবেন মমতা । এর আগে ২০১১ সালে ক্ষমতায় এসে প্রথমবার ফুরফুরা শরিফে যান মুখ্যমন্ত্রী । এরপর পরের বছর ২০১২ সালে এবং ২০১৬ সালে তিনি ফুরফুরা শরিফে গিয়েছিলেন । ফের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হুগলির ফুরফুরায় ইফতারে যোগ দিতে যাচ্ছেন তিনি ।।