এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ নভেম্বর : কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গের অর্থনীতির ‘অভূতপূর্ব অধঃপতন’ হয়েছে বলে মনে করছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল । তিনি অনান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের অর্থনীতির তুলনামূলক একটা গ্রাফ চিত্র এক্স-এ পোস্ট করেছেন । দেশে জিডিপিতএ অংশগ্রহণের নিরিখে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, গুজরাট ও উত্তরপ্রদেশের অর্থনীতির তুলনামূলক আলোচনা করা হয়েছে সেখানে । ওই চিত্রে শীর্ষে দেখানো হয়েছে মহারাষ্ট্রকে । দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে গুজরাট ও উত্তরপ্রদেশ । একেবারে শেষে রাখা হয়েছে পশ্চিমবঙ্গকে ৷
অগ্নিমিত্রা লিখেছেন,’পশ্চিমবঙ্গ কয়েক দশক ধরে একটি উল্লেখযোগ্য অর্থনৈতিক পতন দেখেছে। ২০২৩-২৪ সালে এর মাথাপিছু আয় জাতীয় গড়ের ৮৩.৭%, গুজরাট (১৬০.৭%) এবং মহারাষ্ট্র (১৫০.৭%) এবং এমনকি ওডিশার মতো উদীয়মান অর্থনীতির মতো রাজ্যগুলির থেকে পিছিয়ে ৷ ভারতের জিডিপিতে পশ্চিমবঙ্গের অবদান ১৯৬০-৬১ সালের ১০.৫% থেকে ২০১৪ সালে ৫.৬% এ নেমে এসেছে, প্রাথমিকভাবে নীতিগত স্থবিরতা, রাজনৈতিক অস্থিতিশীলতা, শিল্পের অবনতি এবং দক্ষ অভিবাসনের কারণে।
তুলনামূলকভাবে, মহারাষ্ট্র, গুজরাট, এমনকি উত্তরপ্রদেশও ভালো ফল করেছে। মহারাষ্ট্র রয়ে গেছে সবচেয়ে বড় জিডিপি অবদানকারী (১৩.৩%), এটির শক্তিশালী শিল্প ও পরিষেবা খাত দ্বারা সমর্থিত। গুজরাট উৎপাদন এবং ব্যবসা করার উপযুক্ত স্থান । যদিও উত্তরপ্রদেশ উন্নয়নের সাথে লড়াই করে, এটি জিডিপিতে ৯.৫% অবদান রাখে, প্রান্তিক উন্নতি দেখায়।
সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সহ পশ্চিমবঙ্গের নেতৃত্ব অপর্যাপ্ত শিল্প সংস্কার এবং সীমিত পরিকাঠামো বিনিয়োগের জন্য সমালোচনার সম্মুখীন হয়েছে। বিপরীতে, গুজরাট এবং মহারাষ্ট্র বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সক্রিয় নীতিগুলিকে পুঁজি করেছে।
প্রসঙ্গত,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের গত সেপ্টেম্বরের রিপোর্টে বলা হয়েছিল যে ৬৩ বছর আগে দেশের অর্থনীতিতে যেখানে পশ্চিমবঙ্গের অবদান ছিল ১০.৫ শতাংশ, সেটাই এখন কমে হয়েছে ৫.৬ শতাংশ। তিন থেকে নেমে গিয়েছে একেবারে সাতে। ষাটের দশকে ভারতের সবথেকে বড় তিনটি শিল্প ক্লাস্টার ছিল মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু। রিপোর্ট অনুযায়ী,জাতীয় জিডিপিতে রাজ্যের অবদানের নিরিখে ১৯৬০-৬১ সালে তৃতীয় স্থানে ছিল পশ্চিমবঙ্গ (১০.৫ শতাংশ)। যা ২০২৩-২৪ সালে কমে ঠেকেছে ৫.৬ শতাংশে। ওই সময়ের মধ্যে একবার ছাড়া লাগাতার অধঃপতনের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ । ১৯৯০-৯১ সালের পর থেকে তামিলনাড়ু ফের ঘুরে দাঁড়ালেও পশ্চিমবঙ্গের অর্থনীতির আর উন্নতি হয়নি, বরঞ্চ অধঃপতন হয়ে গেছে । তবে বঙ্গ অর্থনীতির এই হাঁড়ির হাল কেবল তৃণমূলের জমানায়ই হয়নি। বাম আমলেরও একটা বড় সময়ে এই অবক্ষয় শুরু হয়েছিল। আর অর্থনীতিতে পিছিয়ে পড়ার অন্যতম প্রধান কারন হল শিল্পোদ্যোগ । বামফ্রন্টের সময় নতুন কলকারখানা স্থাপন তো হয়ইনি উলটে একের পর এক কারখানা বন্ধ হয়ে গেছে৷ মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার আসার পরেও শিল্প স্থাপন একেবারেই না হওয়ায় রাজ্যের অর্থনীতির এই বেহাল অবস্থা বলে মনে করা হচ্ছে ।।